সেন্টুকে বিএনপিতে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Published: 11th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও নৌকা মার্কা নিয়ে নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ মার্চ) নতুন কোর্ট এলাকায় ফতুল্লা থানা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের অবর্ণণীয় হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে দলের নীতি আদর্শ বুকে ধারণ করে শত প্রতিকূলতার মধ্যেও আমরা আন্দোলন সংগ্রমা করে এসেছি। পরিশেষে শত শত প্রাণের বিনিময়ে বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।
তারা আরও বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, ফ্যাসিস্ট হাসিনা ও তার অনেক দোসর ও আগস্ট, রাতের অন্ধকারে পালিয়ে গেলেও তাদের অসংখ্য প্রেতাত্মা; এখনও আমাদের সমাজে রয়ে গেছে। বর্তমানে তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ঘৃণ্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এবং দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের মধ্যে আবার অনেকেই আছেন 'আওয়ামী লীগ মার্কা বিএনপি।
আপস্টের পর থেকে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগ মার্কা কিছু বিএনপি নেতারা নিজেদের বলয় বৃদ্ধি করার লক্ষ্যে সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করা; বিএনপি থেকে আওয়ামী লীগে চলে যাওয়া ব্যক্তিদের বিএনপিতে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহসভাপতি হাজী শহীদুল্লাহ।
এতদিন তাদের কর্মকাণ্ডে বিষয়টি পরীলক্ষিত হলেও অতিসম্প্রতি তাদের দুজনের পৃথক বক্তব্যে সে বিষয়টি সন্দিহানভাবে স্পষ্ট হয়ে উঠেছে যা নিশ্চয় আপনারাও লক্ষ্য করেছেন। তারা দুজনেই নৌকা নিয়ে নির্বাচন করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল আলম সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার ঘৃণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এহেন কর্মকাণ্ডে আমরা যারপরনাই মর্মাহত, লজ্জিত, ব্যথিত। আমরা তাদের অমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিগত ১৭ বছর আমরা কতটা নির্যাতনের শিকার হয়েছিলাম। মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি-ঘরে থাকতে পারিনি। বনে জঙ্গলে, রাস্তা-ঘাটে এমনকী কবরাস্থানেও আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে। তারপরও কোনো অবস্থাতেই দলের নীতি ও আদর্শচ্যুত হইনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার আপস করিনি।
অথচ দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জে খুনি হাসিনার অন্যতম দোসর, গডফাদার শামীম ওসমানের সঙ্গে আঁতাত করে চলা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গডফাদার শামীম ওসমানের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে, তার পক্ষে ভোটপ্রার্থনাল করে বক্তব্য রাখার অভিযোগে, ফতুল্লা থানা বিএনপির তৎকালিন সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এরপর তিনি শামীম ওসমানের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন এবং সদস্য পদগ্রহণ করেন যা খোদ মনিরুল আলম সেন্টু এক বক্তব্যে তা স্বীকারও করেন (ভিডিও বক্তব্য অনলাইনে সংগৃহিত)। এছাড়াও মনিরুল আলম সেন্টু আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেন।
এই নির্বাচনে সেন্টুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার লক্ষ্যে গডফাদার শামীম ওসমানের নির্দেশনায় তারই সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী শাহ্ নিজামের নম পার্কে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের ধরে নিয়ে, অস্ত্রের মুখে জিম্মি করে, নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়। এর উৎকৃষ্ট সাক্ষী হচ্ছেন সেসময়কার চেয়ারম্যান প্রার্থী যারা হয়েছিলেন, তারা।
তারা আরও বলেন, মনিরুল আলম সেন্টু আওয়ামী লীগে যোগদান করার পর তিনি আপাদমস্তক একজন আওয়ামী লীগার বনে যান। এর প্রমাণ স্বরূপ তার দলের নেতা শামীম ওসমানের নির্দেশনাক্রমে ২৫শে জুলাই ২০২৪ইং তারিখে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রদের বিপদগামী এবং বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী অধ্যা দিয়ে বক্তব্য রাখেন যা ভিডিও আকারে সংগৃহিত রয়েছে। এতে করেই বুঝা যায় যে তিনি কোন মতাদর্শে বিশ্বাসী।
এরপরও মনিরুল আলম সেন্টু ৫ আগস্টের পর পুনরায় বিএনপিতে ফেরার জন্য নানা ধরণের লবিং, তদবির করাসহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবর লিখিত আবেদনও করেন। সেই আবেদনে তিনি মিথ্যার আশ্রয়ও নিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, তিনি নাকি বিএনপির নীতি আদর্শে বিশ্বাসী হয়ে বিগত ১৭ বছর ধরে দলের প্রতিটি আন্দোলন কর্মসূচি পালন করে এসেছেন! এমন মিথ্যাচারের মাধ্যমে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছেন।
কেননা, তার বিগত দিনের কর্মকাণ্ড আপনারা অবগত রয়েছে। কথায় আছে 'এক কান কাটা গেলে রাস্তার একপাশ দিয়ে হাঁটে, দুই কান যার কাটা যায় সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে।' সেন্টুর দুই কানই কাটা- এ কারণে দলে ফিরতে চেয়ে তার আবেদনে আমরা একটুও অবাক হইনি, তবে আমরা বিস্মিত হয়েছি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সহসভাপতি হাজী শহীদুল্লাহর বক্তব্যে।
সম্প্রতি শহিদুল ইসলাম টিটু ও হাজী শহীদুল্লা কুতুবপুরে একটি অনুষ্ঠানে পৃথক বক্তব্যের মাধ্যমে সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার প্রেক্ষাপট তৈরি করার ঘৃণ চেষ্টা করেছেন যা দলের শৃঙ্খলা ভঙ্গের সামিল। যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেই বলে দিয়েছেন, দলত্যাগ করা এবং বহিষ্কৃত কোনো ব্যক্তি ও অন্য কোনো দল থেকে কাউকে দলে ভেড়ানো সম্পূর্ন নিষেধ, সেখানে তারা দুজন, সেই নির্দেশ অমান্য করে অমন বক্তব্য দেওয়ার ধৃষ্টতা কী করে দেখাতে পারে?
আমরা মনে করে গডফাদার শামীম ওসমানের প্রেসক্রিপশনে তারা সেদিন বক্তব্য রেখেছেন। এবং শামীম ওসমানের পরিকল্পনা বাস্তাবায়ন করার লক্ষ্যে শহিদুল ইসলাম টিটু ও হাজী শহীদুল্লাহ নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ গডফ দ র শ ম ম ওসম ন র ব এনপ র ব এনপ ত আম দ র আগস ট আওয় ম
এছাড়াও পড়ুন:
মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
এমন পারফরম্যান্সই তো চাওয়ার থাকে ভালো দলের কাছে। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সাদমান ইসলামের সেঞ্চুরি, তাইজুল ইসলামের ৯ উইকেট শিকারে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় এনে দেয় বাংলাদেশকে। প্রথম টেস্ট হারের পর যে সমালোচনা হয়েছিল, তার জবাবটা বোধ হয় দ্বিতীয় টেস্ট তিন দিনে জিতে দিয়ে দিলেন নাজমুল হোসেন শান্তরা। ‘বাউন্স ব্যাক’ করে সিরিজ ড্র ১-১-এ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বীরোচিত পারফরম্যান্স ছিল টাইগারদের। এটি সম্ভব হয়েছে পছন্দের উইকেটে খেলা হওয়ায়। স্পিন ভুবনে উইকেট উৎসব করেছেন তাইজুল, মিরাজ গাঁটছড়া বেঁধে। সিরিজ নির্ধারণী টেস্টে দুটি সেঞ্চুরি দারুণ অর্জন অধারাবাহিক ব্যাটিং লাইনআপের। এই টেস্টে ওপেনিং জুটি ভালো করেছে। লম্বা সময় পর টেস্ট খেলার সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ভালোই সঙ্গ দেন সাদমানকে। লোয়ার মিডলঅর্ডারে মিরাজের লড়াই ছিল দেখার মতো।
টেলএন্ডারদের নিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। শেষ ৩ উইকেটে তৃতীয় দিন ১৫৩ রান যোগ করেন। বাংলাদেশকে পৌঁছে দেন ৪৪৪ রানে। ২১৭ রানের লিড থাকায় ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখায়। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে সে স্বপ্ন পূরণ হয়। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার তাঁর।
গত বছর দেশের মাটিতে টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২৫ সালের শুরুটাও ভালো ছিল না। সিলেটে জিম্বাবুয়ের কাছে হেরেছে। সিরিজ বাঁচাতে চট্টগ্রামে জিততেই হতো। লক্ষ্যে পৌঁছাতে কন্ডিশনেও পরিবর্তন আনা হয়। চট্টগ্রামের উইকেটে খেলা হয় দ্বিতীয় টেস্ট। যেখানে শাসন ছিল স্পিনারদের। পছন্দের উইকেট পাওয়ায় তিন স্পিনার নিয়ে খেলে বাংলাদেশ। তিনজনই দারুণ বোলিং করেন প্রথম থেকে।
দীর্ঘ বিরতির পর টেস্ট খেলার সুযোগ পাওয়া অফস্পিনার নাঈম হাসান চ্যালেঞ্জ নিয়ে বোলিং করে গেছেন। বেশি উইকেট না পেলেও এক প্রান্তে ব্যাটারদের চাপে ফেলেছেন। যার সুফল তাইজুল ও মিরাজ পেয়েছেন অন্য প্রান্তে। প্রথম দিন শেষ সেশনে ব্রেক থ্রু দেন তিনি। বাঁহাতি স্পিনার পরে পিক করে ৬ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করে। পরের দিন এক বল খেলে ওই রানেই অলআউট হয়। বাংলাদেশ ব্যাটিং শুরু করে বড় লক্ষ্য নিয়ে। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১১৮ রানের ওপেনিং জুটি করায় প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া সহজ হয়। সাদমানের সেঞ্চুরি ও মুমিনুল হক, মুশফিকুর রহিম কিছু রান করায় ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
সেদিন সংবাদ সম্মেলনে সাদমান আশা প্রকাশ করেন, মিরাজ ও তাইজুল জুটি করবেন। অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি দু’জনের। বেশি ভালো করেছেন পেসার তানজিম হাসান সাকিব। মিরাজের সঙ্গে ১৫৬ বলে ৯৬ রানের জুটি। অভিষেক টেস্টে সাকিবের ব্যাটিং দারুণ লেগেছে অধিনায়ক শান্তর কাছে। ৮০ বলে ৪১ রান করেন তিনি। সবচেয়ে বড় কথা, মাথায় বল লাগার পরও বিচলিত হননি তিনি। মিরাজ ছাড়া চট্টগ্রাম টেস্টের প্রাপ্তি হিসেবে ওপেনিং জুটির ভালো খেলা, সাদমানের সেঞ্চুরি, তাইজুলের ৫ উইকেট শিকার ও সাকিবের রান করাকে মনে করেন শান্ত।
শেষের তিন উইকেটে তৃতীয় দিন প্রায় দুই সেশন ব্যাট করে বাংলাদেশ। তাইজুল, সাকিব ও হাসানকে নিয়ে ১৫৩ রান যোগ করে। মিরাজ ১০৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজাকে উইকেট দেন। নার্ভাস নাইটির ঘরে প্রবেশ করে কিছুটা ঝুঁকির মুখে ছিলেন মিরাজ। ৯৮ রানে পৌঁছানোর পর সেঞ্চুরি ছুঁতে দুই রান নিতে চেয়েছিলেন। কিন্তু ফিল্ডারের কাছে বল চলে যাওয়ায় এক রানে থামতে হয়। তখন স্ট্রাইকে হাসান থাকায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। ড্রেসিংরুমে খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই দাঁড়িয়ে গিয়েছিলেন। কখন হাসান আউট হয়ে যায়, সে ভয় কাজ করছিল হয়তো। কিন্তু হাসান ছিলেন দৃঢ়চেতা। মাসাকাদজাকে ডিফেন্স করে স্বস্তি দেন।
মিরাজ স্ট্রাইকে এসে মেদেভেরের প্রথম দুই বলে ঝুঁকি নেননি। তৃতীয় বলে এক রান নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ নেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় মিরাজ। প্রথম ম্যাচের উভয় ইনিংসে ৫ উইকেট করে ছিল তাঁর। চট্টগ্রামে অতীতের সব পারফরম্যান্স ছাড়িয়ে গেছেন। সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেটপ্রাপ্তি, দুই হাজার রানের মাইলফলক পেয়েছেন। ২০২১ সালে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২১৭ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১১ রানে। ফ্লাডলাইটের আলো জ্বেলে নির্ধারিত সময়ের বেশি খেলান আম্পায়াররা। প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হয়। জিম্বাবুয়ে ক্রিকেটাররা তাতে আপত্তি করেননি। তাইজুল ৩, নাঈম ১ ও মিরাজ ৫ উইকেট নিলে ম্যাচ শেষ হয়।
সিলেটে প্রথম টেস্ট হারের পর চট্টগ্রামে প্রভাব বিস্তার করে খেলে ম্যাচ জেতার পরও খুশি নন অধিনায়ক শান্ত, ‘আমি টেস্ট সিরিজ ড্র করে খুশি না। কারণ, প্রথম টেস্টে আমরা একেবারেই ভালো খেলিনি। এই টেস্টে একপেশে খেলে জিতলেও সিরিজে আরও ভালো খেলা উচিত ছিল। সিরিজটি জিততে হতো।’ টাইগার দলপতি জানান, এই পারফরম্যান্স শ্রীলঙ্কা সফরে কাজে দেবে। দেশের মাটিতে স্পোর্টিং উইকেট বানিয়ে বিদেশে খেলার পরিবেশ তৈরি করছিল বিসিবি। ২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজ থেকে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে। কিউইদের বিপক্ষে সিলেটে ঐতিহাসিক জয় পেলেও মিরপুর থেকে হারতে শুরু করে। দেশের মাটিতে টানা ছয় হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।