৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১
Published: 12th, March 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ প্রথম পর্বে বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. খনার বচনের মূল প্রাধান্য ছিল-
ক.
খ. প্রাগৈতিহাসিক বিষয়
গ. আবহাওয়া
ঘ. দারিদ্র্য জীবনযাপন
২. চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে?
ক. কুক্কুরীপা
খ. সরহপা
গ. ভুসুকুপা
ঘ. লুইপা
৩. তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা চর্যাপদের কত নম্বর পদ রচনা করেন?
ক. ২৮
খ. ৩৯
গ. ১৪
ঘ. ৫০
৪. কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি?
ক. কালিকামঙ্গল
খ. মনসামঙ্গল
গ. অন্নদামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল
৫. বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা বা গীতিকায়?
ক. মহুয়া
খ. দেওয়ানা মদিনা
গ. মলুয়া
ঘ. দস্যু কেনারাম
৬. ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. রামকিশোর দত্ত
ঘ. চন্ডীচরণ মুনশি
৭. বাংলা একাডেমির পুরোনো মঞ্চের নাম কী?
ক. বর্ধমান মঞ্চ
খ. সাহিত্য মঞ্চ
গ. নজরুল মঞ্চ
ঘ. বাংলা মঞ্চ
৮. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৯. ‘আমরা বাংলাদেশী না বাঙালি’ গ্রন্থের লেখক কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. এম আখতার মুকুল
ঘ. শামসুর রহমান
১০. কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র-
ক. কুমুদ
খ. বিনয়
গ. দনুবানু
ঘ. নন্দলাল
১১. ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন-
ক. আবু জাফর শামসুদ্দিন
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়-
ক. পলাতকা
খ. বলাকা
গ. খেয়া
ঘ. পূরবী
আরও পড়ুনপল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদে মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে করণীয়০৭ ফেব্রুয়ারি ২০২৫১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাসের কাহিনি কোন লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. বিসর্জন
খ. ল্যাবরেটরি
গ. রবিবার
ঘ. রক্তকরবী
১৪. বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক-
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. কাজী নজরুল ইসলাম
গ. আবদুল কাদির
ঘ. মধুসূদন দত্ত
১৫. ‘এই খেদ আমার মনে, ভালোবেসে মিটলোনা সাধ, কুলালোনা এ জীবনে’—উক্তিটির রচয়িতা কে-
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. ‘ক্রীতদাসের হাসি’ সাহিত্যকর্মে কোন অনুবাদ গল্পের মিশ্রণ পাওয়া যায়?
ক. ইউসুফ–জুলেখা
খ. আলিফ লায়লা ওয়া লায়লা
গ. গুলে বকাওলী
ঘ. পদ্মাবতী
১৭. বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ. শব্দতত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব
আরও পড়ুনসপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৪০৬ ফেব্রুয়ারি ২০২৫১৮. সমীভবনের উদাহরণ কোনটি?
ক. স্কুল >ইস্কুল
খ. কাঁদনা > কান্না
গ. কবাট > কপাট
ঘ. লাল>নাল
১৯. শুদ্ধ বানান কোনটি?
ক. অদ্যাপি
খ. অদ্যপি
গ. অদ্যাপী
ঘ. অদ্যপী
২০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. কুলটা নারীকে বর্জন করো
খ. তাকে স্নেহাশিষ দিও
গ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
ঘ. তার কথা শুনে আমি আশ্চর্য হলাম
*লেখক: শিক্ষা ক্যাডার
মডেল টেস্ট ১-এর উত্তর উত্তর: ১. গ। ২. ক। ৩. গ। ৪. খ। ৫. খ। ৬. ক। ৭. গ। ৮. ঘ। ৯. খ। ১০. গ। ১১. খ। ১২. খ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ক। ২০. গ।আরও পড়ুনবিসিএস ভাইভায় মনোবিজ্ঞানী রাখার প্রস্তাব চাকরিপ্রত্যাশীদের১৬ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন–ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
সময়সূচি ও কেন্দ্র১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ৮টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
আরও পড়ুনইউনিমেট-শাবানা মাহমুদ-দেখার হাওর-বেন গুরিয়ান বিমানবন্দর-কী, জেনে নিন১১ সেপ্টেম্বর ২০২৫পরীক্ষার্থীদের করণীয়১। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে তাঁদের মুঠোফোন নম্বরে প্রেরণ করা হবে।
২। সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫৩। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
৫। পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।
আরও পড়ুন৪৭ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তে আত্মবিশ্বাসই আসল প্রস্তুতি১৪ সেপ্টেম্বর ২০২৫৬। প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের মনোনীত শ্রুতলেখক ছাড়া অন্য কেউ শ্রুতলেখক হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্র ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
আরও পড়ুন৪৩তম বিসিএসের প্রশাসনে প্রথম শানিরুলকে ভাইভায় যেসব প্রশ্ন করা হয়েছিল ২৯ মে ২০২৪