৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ প্রথম পর্বে বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. খনার বচনের মূল প্রাধান্য ছিল-

ক.

প্রাচীন কৃষ্টি

খ. প্রাগৈতিহাসিক বিষয়

গ. আবহাওয়া

ঘ. দারিদ্র্য জীবনযাপন

২. চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে?

ক. কুক্কুরীপা

খ. সরহপা

গ. ভুসুকুপা

ঘ. লুইপা

৩. তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা চর্যাপদের কত নম্বর পদ রচনা করেন?

ক. ২৮

খ. ৩৯

গ. ১৪

ঘ. ৫০

৪. কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি?

ক. কালিকামঙ্গল

খ. মনসামঙ্গল

গ. অন্নদামঙ্গল

ঘ. ধর্মমঙ্গল

৫. বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা বা গীতিকায়?

ক. মহুয়া

খ. দেওয়ানা মদিনা

গ. মলুয়া

ঘ. দস্যু কেনারাম

৬. ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে?

ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

খ. রামনারায়ণ তর্করত্ন

গ. রামকিশোর দত্ত

ঘ. চন্ডীচরণ মুনশি

৭. বাংলা একাডেমির পুরোনো মঞ্চের নাম কী?

ক. বর্ধমান মঞ্চ

খ. সাহিত্য মঞ্চ

গ. নজরুল মঞ্চ

ঘ. বাংলা মঞ্চ

৮. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচয়িতা হলেন-

ক. কালীপ্রসন্ন সিংহ

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৯. ‘আমরা বাংলাদেশী না বাঙালি’ গ্রন্থের লেখক কে?

ক. আলাউদ্দিন আল আজাদ

খ. আবদুল গাফ্‌ফার চৌধুরী

গ. এম আখতার মুকুল

ঘ. শামসুর রহমান

১০. কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র-

ক. কুমুদ

খ. বিনয়

গ. দনুবানু

ঘ. নন্দলাল

১১. ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন-

ক. আবু জাফর শামসুদ্দিন

খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ. সৈয়দ মুজতবা আলী

ঘ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়-

ক. পলাতকা

খ. বলাকা

গ. খেয়া

ঘ. পূরবী

আরও পড়ুনপল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদে মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে করণীয়০৭ ফেব্রুয়ারি ২০২৫

১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাসের কাহিনি কোন লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

ক. বিসর্জন

খ. ল্যাবরেটরি

গ. রবিবার

ঘ. রক্তকরবী

১৪. বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক-

ক. সত্যেন্দ্রনাথ দত্ত

খ. কাজী নজরুল ইসলাম

গ. আবদুল কাদির

ঘ. মধুসূদন দত্ত

১৫. ‘এই খেদ আমার মনে, ভালোবেসে মিটলোনা সাধ, কুলালোনা এ জীবনে’—উক্তিটির রচয়িতা কে-

ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. ‘ক্রীতদাসের হাসি’ সাহিত্যকর্মে কোন অনুবাদ গল্পের মিশ্রণ পাওয়া যায়?

ক. ইউসুফ–জুলেখা

খ. আলিফ লায়লা ওয়া লায়লা

গ. গুলে বকাওলী

ঘ. পদ্মাবতী

১৭. বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

ক. ধ্বনিতত্ত্ব

খ. শব্দতত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

আরও পড়ুনসপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৪০৬ ফেব্রুয়ারি ২০২৫

১৮. সমীভবনের উদাহরণ কোনটি?

ক. স্কুল >ইস্কুল

খ. কাঁদনা > কান্না

গ. কবাট > কপাট

ঘ. লাল>নাল

১৯. শুদ্ধ বানান কোনটি?

ক. অদ্যাপি

খ. অদ্যপি

গ. অদ্যাপী

ঘ. অদ্যপী

২০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. কুলটা নারীকে বর্জন করো

খ. তাকে স্নেহাশিষ দিও

গ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে

ঘ. তার কথা শুনে আমি আশ্চর্য হলাম

*লেখক: শিক্ষা ক্যাডার

মডেল টেস্ট ১-এর উত্তর উত্তর: ১. গ। ২. ক। ৩. গ। ৪. খ। ৫. খ। ৬. ক। ৭. গ। ৮. ঘ। ৯. খ। ১০. গ। ১১. খ। ১২. খ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ক। ২০. গ।আরও পড়ুনবিসিএস ভাইভায় মনোবিজ্ঞানী রাখার প্রস্তাব চাকরিপ্রত্যাশীদের১৬ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স এস পর ক ষ

এছাড়াও পড়ুন:

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।

আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।

‎যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

‎শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।

যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। 

সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়। 

এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। 

‎এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল