৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১
Published: 12th, March 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ প্রথম পর্বে বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. খনার বচনের মূল প্রাধান্য ছিল-
ক.
খ. প্রাগৈতিহাসিক বিষয়
গ. আবহাওয়া
ঘ. দারিদ্র্য জীবনযাপন
২. চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে?
ক. কুক্কুরীপা
খ. সরহপা
গ. ভুসুকুপা
ঘ. লুইপা
৩. তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা চর্যাপদের কত নম্বর পদ রচনা করেন?
ক. ২৮
খ. ৩৯
গ. ১৪
ঘ. ৫০
৪. কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি?
ক. কালিকামঙ্গল
খ. মনসামঙ্গল
গ. অন্নদামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল
৫. বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা বা গীতিকায়?
ক. মহুয়া
খ. দেওয়ানা মদিনা
গ. মলুয়া
ঘ. দস্যু কেনারাম
৬. ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. রামকিশোর দত্ত
ঘ. চন্ডীচরণ মুনশি
৭. বাংলা একাডেমির পুরোনো মঞ্চের নাম কী?
ক. বর্ধমান মঞ্চ
খ. সাহিত্য মঞ্চ
গ. নজরুল মঞ্চ
ঘ. বাংলা মঞ্চ
৮. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৯. ‘আমরা বাংলাদেশী না বাঙালি’ গ্রন্থের লেখক কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. এম আখতার মুকুল
ঘ. শামসুর রহমান
১০. কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র-
ক. কুমুদ
খ. বিনয়
গ. দনুবানু
ঘ. নন্দলাল
১১. ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন-
ক. আবু জাফর শামসুদ্দিন
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়-
ক. পলাতকা
খ. বলাকা
গ. খেয়া
ঘ. পূরবী
আরও পড়ুনপল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদে মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে করণীয়০৭ ফেব্রুয়ারি ২০২৫১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাসের কাহিনি কোন লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. বিসর্জন
খ. ল্যাবরেটরি
গ. রবিবার
ঘ. রক্তকরবী
১৪. বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক-
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. কাজী নজরুল ইসলাম
গ. আবদুল কাদির
ঘ. মধুসূদন দত্ত
১৫. ‘এই খেদ আমার মনে, ভালোবেসে মিটলোনা সাধ, কুলালোনা এ জীবনে’—উক্তিটির রচয়িতা কে-
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. ‘ক্রীতদাসের হাসি’ সাহিত্যকর্মে কোন অনুবাদ গল্পের মিশ্রণ পাওয়া যায়?
ক. ইউসুফ–জুলেখা
খ. আলিফ লায়লা ওয়া লায়লা
গ. গুলে বকাওলী
ঘ. পদ্মাবতী
১৭. বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ. শব্দতত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব
আরও পড়ুনসপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৪০৬ ফেব্রুয়ারি ২০২৫১৮. সমীভবনের উদাহরণ কোনটি?
ক. স্কুল >ইস্কুল
খ. কাঁদনা > কান্না
গ. কবাট > কপাট
ঘ. লাল>নাল
১৯. শুদ্ধ বানান কোনটি?
ক. অদ্যাপি
খ. অদ্যপি
গ. অদ্যাপী
ঘ. অদ্যপী
২০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. কুলটা নারীকে বর্জন করো
খ. তাকে স্নেহাশিষ দিও
গ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
ঘ. তার কথা শুনে আমি আশ্চর্য হলাম
*লেখক: শিক্ষা ক্যাডার
মডেল টেস্ট ১-এর উত্তর উত্তর: ১. গ। ২. ক। ৩. গ। ৪. খ। ৫. খ। ৬. ক। ৭. গ। ৮. ঘ। ৯. খ। ১০. গ। ১১. খ। ১২. খ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ক। ২০. গ।আরও পড়ুনবিসিএস ভাইভায় মনোবিজ্ঞানী রাখার প্রস্তাব চাকরিপ্রত্যাশীদের১৬ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিএস ভাইভায় উত্তীর্ণ সবার চাকরি নিশ্চিতের বিষয়ে যা করতে চায় পিএসসি
৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি-২০২৩ সংস্কার করে বিসিএস ভাইভায় উত্তীর্ণ সবার জন্য নবম ও দশম গ্রেডের চাকরি নিশ্চিত করার যে দাবি ছিল চাকরিপ্রার্থীদের, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের আট দফা দাবির বিষয়ে যে লিখিত ব্যাখ্যা দিয়েছে, সেখানে এ বিষয়ও রয়েছে। পিএসসি বলছে, ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি-২০২৩ সংস্কার করে বিসিএস ভাইভায় উত্তীর্ণ সবার জন্য নবম ও দশম গ্রেডের চাকরি নিশ্চিত করার বিষয়টি একান্তই সরকারের এখতিয়ারাধীন একটি বিষয়।
তবে পিএসসি মনে করে, এ রকম করা হলে ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসের প্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফলে তাদের সংক্ষুব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনবিসিএসে ১০০ নম্বরের ভাইভা, কার্যকর কোন বিসিএসে২৭ এপ্রিল ২০২৫বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বরের বিষয়ে প্রার্থীদের আরেকটি দাবির পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান কার্যকর হবে। ৪৫তম বিসিএস থেকেই বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০–এর পরিবর্তে ১০০ নির্ধারণ করার প্রস্তাব ২০২৪ সালের নভেম্বরে কমিশন কর্তৃক সরকারের কাছে প্রদান করা হয়েছিল। কিন্তু সরকারের বিবেচনায় ৪৭তম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১৯ ঘণ্টা আগেআরেকটি দাবির বিষয়ে পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার জন্য কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করার জন্য সরকার কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিযোগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪, সংশোধন করার প্রয়োজন হবে এবং পিএসসির কিছু অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করতে হবে। এসব বিষয়ে পিএসসি ইতিমধ্যেই বাস্তবায়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৪ ঘণ্টা আগে