থিবো কোর্তায়া বেলজিয়াম দলে ফিরলেন ঠিকই, কিন্তু বিতর্ক কি পিছু ছাড়ল? উত্তর, ‘না’।

বেলজিয়াম দলের পোস্টের নিচে থিবো কোর্তায়া সর্বশেষ দাঁড়িয়েছিলেন ২০২৩ সালের জুনে ইউরো বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। দমেনিকো তেদেসকো তখন বেলজিয়ামের কোচ। কয়েক মাস পর ডিসেম্বরে জানা গেল, ইতালিয়ান বংশোদ্ভূত এই জার্মান কোচের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না কোর্তোয়ার। পরের বছর ইউরোয় খেলবেন না, সে কথা কোর্তায়া তখন নিজেই জানান।

গত বছর ইউরো শুরুর আগে এপ্রিলে তেদেসকোও জানান, ইউরোয় নেই কোর্তোয়া এবং বিশ্বের অন্যতম সেরা এ গোলকিপারের সেই মহাদেশীয় আসরে খেলাও হয়নি। জুন–জুলাইয়ে ইউরো শেষে কোর্তোয়া বলে দেন তেদেসকোর অধীন তিনি বেলজিয়াম দলে খেলবেন না। বনিবনা না হওয়ার এ গল্পটা এখানে ফুরিয়ে গেলে সবচেয়ে বেশি খুশি হতেন কোয়েন কাস্তেলস।

আরও পড়ুনমেসি বাংলাদেশে কখনো গোল করেননি ৪৫ মিনিট আগে

কোর্তোয়ার গল্পে কাস্তেলসের অনুপ্রবেশ ঠিক ইচ্ছাকৃতও নয়। রিয়াল মাদ্রিদ গোলকিপারের জায়গায় গত ইউরোয় বেলজিয়ামের পোস্ট সামলান ৯ মৌসুম ভলফসবুর্গে কাটিয়ে গত বছর সৌদি প্রো লিগের দল আল কাদিশে নাম লেখানো কাস্তেলস। শুধু ইউরো নয়, কোর্তোয়ার অনুপস্থিতিতে ১৮ মাস ধরেই বেলজিয়ামের পোস্ট সামলেছেন কাস্তেলস। স্বাভাবিকভাবেই, জায়গাটিকে নিজের ভেবে নেওয়াটা অন্তত বাড়াবাড়ি নয়।

কিন্তু বাতাস তাঁর পক্ষে থাকেনি। বেলজিয়ামকে ইউরোর কোয়ার্টার ফাইনালে না তুলতে পারা তেদেসকোকে বাজে পারফরম্যান্সের জন্য গত ১৮ জানুয়ারি ছাঁটাই করা হয়। এর ছয় দিন পর তাঁর স্থলাভিষিক্ত হন ফরাসি কোচ রুডি গার্সিয়া। এরপর গত মাসে কোর্তোয়া জানান, তিনি বেলজিয়াম দলে ফিরতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক স ত লস

এছাড়াও পড়ুন:

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ