ফুটবল, গলফ, ফর্মুলা ওয়ান এবং টেনিসের মতো ব্যয়বহুল এবং অভিজাত খেলাধুলায় বিশাল বিনয়োগ করেছে সৌদি আরব। এবার মরুর বুজের দেশটি চোখ দিয়েছে ক্রিকেটে। তারা বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে একটি গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্য, যা একটি অস্ট্রেলিয়ান ক্রিকেটর প্রভাবশালী ব্যক্তিত্ব নিল ম্যাক্সওয়েলর মাঠা থেকে এসেছে।

দ্য এজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত লিগটি টেনিসের গ্র্যান্ড স্ল্যামগুলোর মতো হবে, যেখানে আটটি দল বছরে চারটি ভিন্ন স্থানে ম্যাচ খেলবে।

এসআরজি স্পোর্টস ইনভেস্টমেন্টস, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর স্পোর্টস শাখা, প্রস্তাবিত লিগটি সমর্থন করছে। যা সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিল ম্যাক্সওয়েলের একটি চিন্তা-ভাবনা। এই সাবেক ক্রিকেটার আবার রতমান অজি কাপ্তান প্যাট কামিন্সের ম্যানেজার।

আরো পড়ুন:

সৌদি আরবে ২১ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

রিয়াদে মহান শহীদ দিবস পালিত

এসআরজি এই লিগটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চলছে। এই লিগটি আবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে তৈরি হচ্ছে, যার একজন সাবেক বোর্ড সদস্য ম্যাক্সওয়েল।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, সৌদি সোভেরেন ওয়েলথ ফান্ড লিগে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (৬০০০ কোটি টাকা) পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত। এখন এটি দেখার বিষয় যে, নতুন এই লিগটি কীভাবে ভীষণ ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা করে। যেখানে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) দুই মাস ধরে একাধিক কার্যক্রমে জায়গা দখল করে রাখে।

আইপিএল ছাড়াও, বিগ ব্যাশ লিগ (অস্ট্রেলিয়া), দ্য হান্ড্রেড (ইংল্যান্ড) এবং এসএটি-টোয়েন্টি (দক্ষিণ আফ্রিকা) সহ অন্যান্য লিগ রয়েছে যা ক্যালেন্ডারের বেশ বড় অংশ দখল করে থাকে।

তবে, প্রস্তাবিত সৌদি সমর্থিত লিগ দাবি করেছে যে, এটি বিদ্যমান লিগগুলোর সঙ্গে প্রতিযোগিতার বদলে তাদের পরিপূরক হতে চায়। এটি বিশেষত ছোট দেশগুলোর জন্য একটি বিকল্প রাজস্ব উৎস তৈরি করার উদ্দেশ্য নিয়ে কাজ করছে। বর্তমান আর্থিক মডেলের মূলত ‘বিগ থ্রি’, ভারতের, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে বেশি সুবিধা দেয়।

তবে, লিগটির ভবিষ্যত নির্ভর করছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপর। যিনি বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন। এছাড়া বিসিসিয়াইকে তাদের ক্রিকেটারদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যাতে তারা বিদেশী টী-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে পারে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স দ আরব

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ