বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিকদের আন্দোলনের কবলে পড়েছিলেন। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সোমবার দুপুরে তাঁর গাড়ি দুই দফা ঘিরে রাখে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ‘জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় যোগ দিতে ডিসি কার্যালয়ে আসেন হাতেম। সেখানে ক্রনি গ্রুপের ‘অবন্তী কালার টেক্সে’র প্রায় ২০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে অবস্থান করছিলেন। সভাপতির গাড়ি দেখে ঘিরে ধরেন শ্রমিকরা। তারা পাওনার দাবিতে স্লোগান দিতে থাকেন।

তারা অভিযোগ করেন, সভাপতি এর আগে বকেয়া শোধের আশ্বাস দিয়েছিলেন। অনেক শ্রমিক টাকা না পেলেও পাওনা শোধের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়ে। এ সময় সভাপতি বলেন, ক্রনি গ্রুপের শ্রমিকদের যে তালিকা পাওয়া গিয়েছিল সে অনুযায়ী পাওনা শোধ করা হয়েছে। ডিসি কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় ক্রনি গ্রুপের আরেক দল শ্রমিক তাঁকে আবারও ঘেরাও করেন।

মো.

হাতেম সমকালকে বলেন, ‘যদি কেউ বেতন পাওনা থাকেন, তাহলে তালিকা করে আমাদের কাছে দিলে, দ্রুত শোধ করব। আমার মনে হয়েছে, শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের লোকজন আজ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল।’

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিকেএমইএ সভাপতিকে ঘেরাওয়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে রোমানকে আটক করা হয়। তিনি কাউসারের সহযোগী। পরে জানা যায়, রোমানের বিরুদ্ধে সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ