বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিকদের আন্দোলনের কবলে পড়েছিলেন। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সোমবার দুপুরে তাঁর গাড়ি দুই দফা ঘিরে রাখে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ‘জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় যোগ দিতে ডিসি কার্যালয়ে আসেন হাতেম। সেখানে ক্রনি গ্রুপের ‘অবন্তী কালার টেক্সে’র প্রায় ২০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে অবস্থান করছিলেন। সভাপতির গাড়ি দেখে ঘিরে ধরেন শ্রমিকরা। তারা পাওনার দাবিতে স্লোগান দিতে থাকেন।

তারা অভিযোগ করেন, সভাপতি এর আগে বকেয়া শোধের আশ্বাস দিয়েছিলেন। অনেক শ্রমিক টাকা না পেলেও পাওনা শোধের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়ে। এ সময় সভাপতি বলেন, ক্রনি গ্রুপের শ্রমিকদের যে তালিকা পাওয়া গিয়েছিল সে অনুযায়ী পাওনা শোধ করা হয়েছে। ডিসি কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় ক্রনি গ্রুপের আরেক দল শ্রমিক তাঁকে আবারও ঘেরাও করেন।

মো.

হাতেম সমকালকে বলেন, ‘যদি কেউ বেতন পাওনা থাকেন, তাহলে তালিকা করে আমাদের কাছে দিলে, দ্রুত শোধ করব। আমার মনে হয়েছে, শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের লোকজন আজ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল।’

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিকেএমইএ সভাপতিকে ঘেরাওয়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে রোমানকে আটক করা হয়। তিনি কাউসারের সহযোগী। পরে জানা যায়, রোমানের বিরুদ্ধে সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত, বিবিসিকে কড়া বার্তা

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর এবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যমও রয়েছে। ভারতের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যানেলগুলোর মোট অনুসারী ৬ কোটি ৩০ লাখের বেশি।

সূত্র জানায়, বন্ধ করে দেওয়া ইউটিউব চ্যানেলগুলো হলো ডন নিউজ টিভি, সামা টিভি, ইর্শাদ ভাট্টি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এইচডি ও রাজি নামা।

আরও পড়ুনপাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা১ ঘণ্টা আগে

চ্যানেলগুলোয় ঢুকতে গেলে এখন ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন,‘ এই কনটেন্ট এই দেশে আপাতত দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এটি সরানো হয়েছে। আরও বিস্তারিত জানতে গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’

এ ছাড়া একটি সূত্র জানায়, বিবিসি ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে হামলাকারীদের সন্ত্রাসী না বলে জঙ্গি (মিলিট্যান্ট) বলায় ভারতের কেন্দ্রীয় সরকার বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মাধ্যমে কড়া বার্তা পাঠিয়েছে। সূত্রের ভাষ্য, ‘নয়াদিল্লির উদ্বেগ বিবিসির কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সপি বিভাগ বিবিসির রিপোর্টিং পর্যবেক্ষণ করবে।’

আরও পড়ুনপেহেলগাম নিয়ে ভারতের সংসদে বিশেষ অধিবেশনের দাবি বিরোধীদের১ ঘণ্টা আগে

একই ধরনের উদ্বেগ জানানো হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকেও। সূত্রের দাবি, ভবিষ্যতেও যদি কোনো সংস্থা কাশ্মীর ইস্যুতে পরিস্থিতির গুরুত্ব কমিয়ে দেখায় বা তথ্যগত ভুল করে, তাহলে এমইএ তাদের সতর্ক করবে।

আরও পড়ুনপেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান
  • পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান বাণিজ্য উপদেষ্টার
  • ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত, বিবিসিকে কড়া বার্তা