রোহিতদের জন্য বিশাল অঙ্কের বোনাস ঘোষণা
Published: 20th, March 2025 GMT
নিউ জিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্ত পারফরম্যান্স করে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নের স্বীকৃতি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) রোহিত শর্মাদের জন্য বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছে।
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে প্রাইজমানি হিসেবে বরাদ্দ ছিল ৬.
চ্যাম্পিয়ন ভারত দলের জন্য বিসিসিআই চ্যাম্পিয়নস ট্রফি জিতে পাওয়া মোট প্রাইজমানির দ্বিগুণেরও বেশি বোনাস ঘোষণা করেছে। আজ বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জেতার স্বীকৃতি হিসেবে ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি বোনাস দেওয়া হবে। শুধু ১৫ জন ক্রিকেটারই নয়, কোচ গৌতম গম্ভীর, তার কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরাও এই পুরস্কারের আওতায় থাকবেন। এমনকি নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারসহ পুরো নির্বাচক প্যানেলও এই বোনাসের অংশীদার হবেন। যদিও কার জন্য কত বরাদ্দ, তা বোর্ডের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
আরো পড়ুন:
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ব্যাটসম্যানরা!
রাম নবমীর জন্য নিরাপত্তাহীনতায় আইপিএলের ম্যাচ!
তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিসিসিআই রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। বিশ্বকাপ স্কোয়াডের মোট ৪২ জন সদস্যের মধ্যে ১৫ জন মূল দলের ক্রিকেটার ও প্রধান কোচ রাহুল দ্রাবিড় পেয়েছিলেন ৫ কোটি টাকা করে। কোচিং স্টাফের অন্যান্য সদস্য পেয়েছিলেন ২.৫ কোটি টাকা করে, আর নির্বাচক কমিটির সদস্যরা পেয়েছিলেন ১ কোটি টাকা করে।
এছাড়া, ফিজিওথেরাপিস্ট, থ্রোডাউন বিশেষজ্ঞ, ম্যাসিওর ও কন্ডিশনিং কোচদেরও ২ কোটি টাকা করে দেওয়া হয়েছিল। এমনকি রিজার্ভ দলের ক্রিকেটাররাও পেয়েছিলেন আর্থিক পুরস্কার। ক্রিকেট মহলের ধারণা, এবারও পুরস্কারের অর্থ একই অনুপাতে বণ্টন করা হবে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব স স আই র জন য
এছাড়াও পড়ুন:
শি জিনপিং ফোন করেছিলেন, ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান চীনের
শুল্ক আরোপ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছিলেন বলে যে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার বেইজিং জানিয়েছে, শি জিনপিং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেননি। এমনকি দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ মেটাতে কোনো আলোচনাও হচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর-সিএনএন
গত সপ্তাহে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চীনের প্রেসিডেন্ট সি তাঁকে ফোন করেছেন। এ ঘটনায় চীন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার জানামতে, সম্প্রতি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনে কোনো কথা হয়নি। আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যু নিয়ে কোনো আলোচনা বা দর–কষাকষি চলছে না।’
গত শুক্রবার টাইম সাময়িকীতে প্রকাশিত সাক্ষাৎকারে সির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে ফোন করেছিলেন। আমি মনে করি না এটি তাঁর পক্ষ থেকে কোনো দুর্বলতার ইঙ্গিত।’
ট্রাম্প বারবার সি চিন পিংকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তবে টাইম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে চীনের নেতার সঙ্গে কথিত ফোনালাপের বিষয়বস্তু বা সময় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেননি। এমনকি সিএনএন শুক্রবার জানতে চাইলেও তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি।
শুক্রবার হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক অ্যালাইনা ট্রিনের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আমি তাঁর (সি চিন পিং) সঙ্গে অনেকবার কথা বলেছি।’
সর্বশেষ গত ১৭ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কয়েক দিন আগে দুই নেতা ফোনে কথা বলেন।