অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করবে এবং কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ড. কমফোর্ট ইরো।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং এই তারিখগুলো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলো যদি সীমিত সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। তবে বড় পরিসরে সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে আয়োজন করা হবে। 

আরো পড়ুন:

‘বিয়ের প্রলোভনে’ ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর

দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দলের যেসব নেতা হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে।

এ ছাড়া জাতিসংঘের একটি অনুসন্ধানী প্রতিবেদনে গত জুলাই মাসের আন্দোলনের সময় সম্ভাব্য অপরাধের কথা উল্লেখ করার পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হতে পারে বলেও জানান ইউনূস। তিনি বলেন, এটি একেবারে আলোচনার মধ্যে রয়েছে।

প্রধান উপদেষ্টা আরো জানান, ঐকমত্য কমিশন বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। সরকারের নীতিমালা নির্ধারণে গৃহীত জুলাই চার্টার চূড়ান্ত করার জন্য আলোচনা চলছে বলে জানান তিনি।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা এই সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারকে স্বাগত জানান এবং এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

তারা রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোরও আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা সংগ্রহের চেষ্টা করছে এবং আসন্ন বিশেষ জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণের আশাবাদ ব্যক্ত করেছেন।

ড.

কমফোর্ট ইরো বাংলাদেশ ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় তার সংস্থার সমর্থনের কথা জানান।

অধ্যাপক ইউনূস আলোচনা শেষে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মূলত ভারতীয় গণমাধ্যম থেকেই আসছে।

ঢাকা/হাসান/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র র অপর ধ ইউন স

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ