আইপিএল ২০২৪ আসর যেভাবে শেষ করেছিল, ২০২৫ আসরও ঠিক সেভাবেই শুরু করলো সানরাইজার্স হয়দরাবাদ। আজ রোববার (২৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৪ রানের দারুণ এক জয় পেয়েছে।

গেল আসরে হায়দরাবাদ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিল। এবার দলে ঈশান কিশানের সংযোজন সেই শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। ঈশান মাত্র ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি দেখিয়ে দিয়েছেন, কেন তাকে দলে আনা হয়েছে।

অনেকেই আজ ভেবেছিলেন, তারা কি প্রথম দল হিসেবে আইপিএলে ৩০০ রান করতে পারবে? হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচে ঈশান মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ঝড় তোলেন। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী শুরুর পর ঈশানের অতিমানবীয় ইনিংসে তারা ৩০০’র ঘর ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে হায়দরাবাদ থামে ২৮৬ রানে, যা গত আসরের তাদেরই করা সর্বোচ্চ রেকর্ডের মাত্র ১ রান কম। তবে এতেই বোঝা গেল, এবারও তারা বিধ্বংসী ব্যাটিং স্টাইলে রাজত্ব করতে প্রস্তুত।

আরো পড়ুন:

বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার

পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড

ম্যাচের শুরুতে হেড ও অভিষেক পাওয়ার প্লেতে মাত্র ছয় ওভারেই ৯৪ রান তুলে চমক দেখান, যা আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এরপর ঈশান যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন। ইশানের ১১ চার ও ৬ ছক্কায় করা ১০৬*, হেডের ৯ চার ও ৩ ছক্কায় করা ৬৭, হেনরিখ ক্লাসেনের ১৪ বলে ৫ চার ও ১ ছক্কায় করা ৩৪ ও নিতিশ কুমার রেড্ডির করা ১৫ বলের ৩০ রানে ভর করে ২৮৬ পর্যন্ত যায় হায়দরাবাদ।

বল হাতে রাজস্থানের তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ৫২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর জোফরা আর্চার ৪ ওভারে ৭৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছিল। অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল হাফ-সেঞ্চুরি করে লড়াই জমিয়ে দেন। একমাত্র বিদেশি ব্যাটার শিমরন হেটমায়ারের শেষ মুহূর্তের ঝড়েও ম্যাচের উত্তেজনা বাড়ে। পুরো ম্যাচে মোট ৫২৮ রান হয়, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে বিশাল লক্ষ্য তাড়া করাটা শেষ পর্যন্ত অসম্ভবই ছিল।

শেষ পর্যন্ত রাজস্থান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে গিয়ে থামে। হার মানে ৪৪ রানে। রাজস্থানের ধ্রুব ৫টি চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন। স্যামসন ৭ চার ও ৪ ছক্কায় করেন ৬৬ রান। এছাড়া হেটমায়ার ১ চার ও ৪ ছক্কায় ৪২ ও শুভম দুবে ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন।

বল হাতে হায়দরাবাদের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। শিমারজিত সিং ৩ ওভারে ৪৫ রান দিয়ে নেন আরও ২টি উইকেট।

ম্যাচসেরা হন হায়দরাবাদের সেঞ্চুরিয়ান ইশান কিশান।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ র উইক ট

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ