সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

সোমবার (৩১ মার্চ) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নয়নের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নয়ন মিয়াসহ ১৩ জন জাফলং বেড়াতে আসে। বিকেলের দিকে নয়নসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে নয়ন পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো.

শাহাদাৎ হোসেন বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’

ঢাকা/নূর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও  ঢাকা জেলার পুলিশ সুপার  মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন।

আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্পর্কিত নিবন্ধ