ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের গাছের নিচ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে জানানো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এদিন ভোরে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সংলগ্ন আজিজ সুপার মার্কেটের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল সড়কে ঝটিকা মিছিলও করেছে। মিছিলটি আজিজ সুপার মার্কেটের বিপরীত সড়ক থেকে কাঁটাবন মোড়ের দিকে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, সকাল ছয়টার দিকে আইন অনুষদের সামনে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়।
 
তিনি বলেন, আইন অনুষদে খাবারের দুটি প্যাকেটে অবিস্ফোরিত ককটেলগুলো পাওয়া যায়। আমরা সিসিটিভি দেখছি। সমস্যা হলো যেখানে এগুলো রাখা হয়েছে, সে স্থানে কোনো সিসিটিভি নেই। তাই কারা এই সময়ে এসেছে এবং বের হয়েছে, তা দেখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের খবর আমরা একটু পরে জানতে পারি। সেখানে একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ফলে তারা এটি বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

শিক্ষার্থীদের মতে, সোমবার সিন্ডিকেট সভা রয়েছে। এতে ডাকসুর নির্বাচন কমিশন গঠনের আলোচনা হতে পারে। এ সময় ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ককট ল ককট ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ