ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতটি ককটেল উদ্ধার, কাঁটাবন মোড়ে দুইটি বিস্ফোরণ
Published: 16th, June 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের গাছের নিচ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে জানানো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এদিন ভোরে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সংলগ্ন আজিজ সুপার মার্কেটের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল সড়কে ঝটিকা মিছিলও করেছে। মিছিলটি আজিজ সুপার মার্কেটের বিপরীত সড়ক থেকে কাঁটাবন মোড়ের দিকে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, সকাল ছয়টার দিকে আইন অনুষদের সামনে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়।
তিনি বলেন, আইন অনুষদে খাবারের দুটি প্যাকেটে অবিস্ফোরিত ককটেলগুলো পাওয়া যায়। আমরা সিসিটিভি দেখছি। সমস্যা হলো যেখানে এগুলো রাখা হয়েছে, সে স্থানে কোনো সিসিটিভি নেই। তাই কারা এই সময়ে এসেছে এবং বের হয়েছে, তা দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের খবর আমরা একটু পরে জানতে পারি। সেখানে একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ফলে তারা এটি বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
শিক্ষার্থীদের মতে, সোমবার সিন্ডিকেট সভা রয়েছে। এতে ডাকসুর নির্বাচন কমিশন গঠনের আলোচনা হতে পারে। এ সময় ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক