ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতটি ককটেল উদ্ধার, কাঁটাবন মোড়ে দুইটি বিস্ফোরণ
Published: 16th, June 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের গাছের নিচ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে জানানো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এদিন ভোরে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সংলগ্ন আজিজ সুপার মার্কেটের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল সড়কে ঝটিকা মিছিলও করেছে। মিছিলটি আজিজ সুপার মার্কেটের বিপরীত সড়ক থেকে কাঁটাবন মোড়ের দিকে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, সকাল ছয়টার দিকে আইন অনুষদের সামনে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়।
তিনি বলেন, আইন অনুষদে খাবারের দুটি প্যাকেটে অবিস্ফোরিত ককটেলগুলো পাওয়া যায়। আমরা সিসিটিভি দেখছি। সমস্যা হলো যেখানে এগুলো রাখা হয়েছে, সে স্থানে কোনো সিসিটিভি নেই। তাই কারা এই সময়ে এসেছে এবং বের হয়েছে, তা দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের খবর আমরা একটু পরে জানতে পারি। সেখানে একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ফলে তারা এটি বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
শিক্ষার্থীদের মতে, সোমবার সিন্ডিকেট সভা রয়েছে। এতে ডাকসুর নির্বাচন কমিশন গঠনের আলোচনা হতে পারে। এ সময় ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা