নিউজিল্যান্ডের ৮ উইকেটে ২৯২ রান তাড়া করতে নেমে ম্যাচটি পাকিস্তান হেরেছে আসলে ১২ ওভারের মধ্যে। ১১.৪ ওভারেই পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৩২। এখান থেকে পাকিস্তান যে শেষ পর্যন্ত দুই শ ছুঁইছুঁই স্কোর পেয়েছে সেটাই তো সৌভাগ্য!

বাকিটা নিউজিল্যান্ডের সিরিজ জয়ের গল্প। নেপিয়ারে প্রথম ম্যাচ ৭৩ রানে জেতার পর আজ হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচেও ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অলআউট হয়েছে ৪১.

২ ওভারে ২০৮ রানে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। এই পাঁচ ব্যাটসম্যানের মোট সংগ্রহ ১৯ রান। ৮০ বলে ৭৩ রান এসেছে সাতে নামা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের ব্যাট থেকে। হারিস রউফের কনকাশন সাব হিসেবে এগারোয় নামা নাসিম শাহর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ বলে ৫১। বাকিরা ব্যর্থ আর সেই দায় টপ অর্ডারের ওপরই বেশি বর্তায়।

আব্দুল্লাহ শফিক (১), বাবর আজম (১) ও ইমাম–উল–হক ফিরেছেন ছয় ওভারের মধ্যে। ইমাম ও বাবর জ্যাকব ডাফির শিকার, শফিকের উইকেটটি উইল ও’রুর্কের। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (৫) ও সালমান আগাও (৯) বেশিক্ষণ টিকতে না পারায় রান তাড়া ভালোভাবে শুরুর আগেই আসলে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। পরের লড়াই ছিল স্কোর যতটা সম্ভব ভদ্রস্ত করার। তাইব তাহিরের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে ৩৩ রানের জুটিতে সেটা করার চেষ্টা করেন ফাহিম। তবে পাকিস্তানের ইনিংসে সেরা জুটিটি এসেছে দশম উইকেটে, যা দেখে লজ্জা পেতে পারেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। ৩৮তম ওভারে বেন শিয়ার্সের বলে ফাহিম আউট হওয়ার আগে নাসিমের সঙ্গে গড়েন ৫৬ বলে ৬০ রানের জুটি।

সেডন পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের হয়ে ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন মিচেল হে। শেষ ওভারে পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমের মুখোমুখি হওয়ার আগে ৭২ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন হে। শেষ ওভারে একাই ব্যাট করে একটি বল ডট দিয়েও দুই ছক্কা ও দুই চারে সব মিলিয়ে ২২ রান তুলতে পারেন। মাত্র একটি রানের জন্য সেঞ্চুরিটা তাঁর হলো না! পাকিস্তানে জন্ম নেওয়া মুহাম্মদ আব্বাস খেলেন ৬৬ বলে ৪১ রানের ইনিংস। ওপেনার নিক কেলি করেন ২৩ বলে ৩১।

বিস্তারিত আসছে...।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ