Samakal:
2025-12-13@13:10:44 GMT

নাসিরনগর বিএনপিতে গৃহদাহ

Published: 5th, April 2025 GMT

নাসিরনগর বিএনপিতে গৃহদাহ

৩৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে গৃহদাহ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপিতে। এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান দলের নির্দেশ উপেক্ষা করে ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তাঁর পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রমে সক্রিয় ছিলেন নাসিরনগর উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের অর্ধশতাধিক পদধারী নেতাকর্মী। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৭  নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। 

কিন্তু সাম্প্রতিক সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে না জানিয়ে অনেকটা গোপনে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি তাদের স্বপদে বহাল করায় দ্বন্দ্ব শুরু হয়েছে। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত ৩ এপ্রিল তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরই এ নিয়ে স্থানীয় বিএনপিতে তোলপাড় শুরু হয়। 

উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান ও সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরীর স্বাক্ষর করা বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিতে বলা হয়, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের পাশাপাশি দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে লিখিতভাবে ভুল স্বীকার করায় আলোচিত নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন বলেন, বহিষ্কৃতদের কেউই ভুল স্বীকার করে তাঁর কাছে চিঠি পাঠাননি। এ ছাড়া কেন্দ্র ও বিভাগ পর্যায় থেকেও তাঁকে এই বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। 

এ প্রসঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে স্বাক্ষর করা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী বলেন, বিভাগীয় ও জেলা নেতাদের মৌখিক নির্দেশে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই নির্দেশ যদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক না মানেন তাহলে কি দলের কার্যক্রম থেমে থাকবে?

তবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও দলের গঠনতন্ত্রবিরোধী হিসেবে আখ্যায়িত করে পূর্বভাগ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব খান বলেন, বহিষ্কৃতদের দলে ফিরিয়ে আনার কোনো যুক্তি নেই। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, ‘যারা টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবের মাজারে ফুল দিয়ে এসেছে, তাদের দলে ফিরিয়ে আনা মানেই হলো দলের আদর্শের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা। চাতলপাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবু বলেন, দলকে বিপদে ফেলে যারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়েছে তারা বিএনপির কেউ নয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত কর ম উপজ ল

এছাড়াও পড়ুন:

আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছিল।

ফয়েজ হামিদ ২০২৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের প্রধান ছিলেন। ওই সময় পাকিস্তানের সরকারপ্রধান ছিলেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এখন কারাগারে আছেন।

ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ফয়েজ হামিদ। ইমরান খান তাঁকে আইএসআইয়ের প্রধান করেছিলেন। ২০২২ সালে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে নির্ধারিত সময়ের আগে অবসরে যান গোয়েন্দাপ্রধান ফয়েজ হামিদ।

পাকিস্তানের সামরিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের পর আইএসআইয়ের প্রধানকে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটিতে এর আগে আইএসআইয়ের কোনো প্রধানকে কখনোই সামরিক আদালতে বিচার করা হয়নি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ২০২৪ সালের ১২ আগস্ট এ বিচার কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ ১৫ মাস ধরে পাকিস্তানের সামরিক আইনের আওতায় বিচার কার্যক্রম চলেছে।

ফয়েজ হামিদের আইনজীবী মিয়া আলি আশফাক বলেন, বর্তমানে সেনা হেফাজতে থাকা তাঁর মক্কেল ‘এক হাজার শতাংশ’ নির্দোষ। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

আরও পড়ুনপাকিস্তানে প্রথমবারের মতো বিচারের মুখে সাবেক আইএসআই প্রধান১২ আগস্ট ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো জাবির জাতীয় বিতর্ক উৎসব 
  • ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র
  • ব্রিটিশ রাজা চার্লস নিজের ক্যানসার চিকিৎসা নিয়ে ‘সুখবর’ শোনালেন
  • গ্রেপ্তার বমদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের অভিযোগ আনুন, না হয় মুক্তি দিন
  • ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জেলায় জেলায় বিক্ষোভ
  • আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড
  • ২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি রুপি বাড়তে পারে গিলের