জয়সোয়াল–আর্চাররা তিনে তিন করতে দিলেন না পাঞ্জাবকে
Published: 5th, April 2025 GMT
রাজস্থান রয়্যালসকে হারিয়ে তিনে তিন করে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল পাঞ্জাব কিংসের। কিন্তু আজ ঘরের মাঠ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উল্টো বড় ব্যবধানে হেরে গেছে পাঞ্জাবের দলটি।
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। রান দাঁড়ায় পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫৫ রান করতে পারে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব। পাঞ্জাবিদের প্রথম হার উপহার দেওয়া রাজস্থান চতুর্থ ম্যাচে পেল দ্বিতীয় জয়।
ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই ‘দশে মিলে’ খেলে জিতেছে রাজস্থান। ব্যাটিংয়ে দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার যশস্বী জয়সোয়াল। ভারত জাতীয় দলের ব্যাটসম্যান ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ বলে করেন এই রান। অধিনায়ক সঞ্জু স্যামসন ২৬ বলে করেন ৩৮ রান। উদ্বোধনী জুটিতে ১০.
এমন ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষ ৫৮ বলে ১১৬ রান যোগ করে রাজস্থান। ১৪তম ওভারে জয়সোয়াল বিদায় নেওয়ার পর রিয়ান পরাগ টেনেছেন ইনিংসের বাকি অংশটা। ২৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৩ রানে অপরাজিত ছিলেন এই ওয়ানডাউন ব্যাটসম্যান। এ ছাড়া নিতীশ রানা ৭ বলে ১২, শিমরন হেটমায়ার ১২ বলে ২০ ও ধ্রুব জুরেল ৫ বলে ১৩ রান করেন।
রান তাড়ায় প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে হারায় পাঞ্জাব। ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার বোল্ড করে দেন তাঁকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাব ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন নেহাল ওয়াধেরা। ৪১ বলে এই রান করার পথে ৩টি ছক্কা মারেন ওয়াধেরা। এ ছাড়া বলার মতো রান করেছেন অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২১ বলে ৩০)।
২৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া আর্চারই রাজস্থানের সেরা বোলার। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা ও মহীশ তিকশানা। সন্দীপ ৪ ওভারে ২১ রান ও তিকশানা ৪ ওভারে খরচ করেন ২৬ রান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।
আরো পড়ুন:
হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক
আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।
ঢাকা/রুমন/বকুল