বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ কী করছে, তা নয় বরং এ দেশে বিনিয়োগ করতে বিদেশিরা কী চান– তা জেনে সহযোগিতার বার্তা দিতে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এর আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

শুধু পাঁচতারকা হোটেলের সীমানার মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ বিমান ফ্লাইটে সম্মেলনের প্রথম দিনই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই জাতীয় ইকোনমিক জোন পরিদর্শনে নিয়ে যায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা। বিনিয়োগকারীদের এ দলে যুক্তরাষ্ট্র, কোরিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, চীন, ভারতসহ প্রায় ৫০টি দেশের  পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও অংশ নিচ্ছেন। 

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জমির মালিকানা নিয়ে জটিলতা কোরিয়ান ইপিজেডের উদ্যোক্তাদের সমস্যা অন্তর্বর্তী সরকার মাত্র দুই মাসে কীভাবে সমাধান করেছে, সেই  গল্প কোরিয়ান উদ্যোক্তার মুখ থেকেই শুনলেন তারা। মিরসরাই ইকোনমিক জোনে গিয়ে তারা দেখেছেন, সরকার কী ধরনের সুযোগ-সুবিধা এরই মধ্যে করে রেখেছে। 
সম্মেলনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে জাপান স্পেশাল ইকোনমিক জোন (এসইজেড) পরিদর্শনে যাবেন এই বিদেশিরা। সেখানে জাপানিদের কাছ থেকেই বাংলাদেশে বিনিয়োগ অভিজ্ঞতার কথা শুনবেন তারা।
বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী বিদেশিরা যখন ঢাকার বাইরে সরেজমিন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে, তখন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশি-বিদেশি তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা সম্মেলন করে তাদের চাহিদা জানিয়েছেন, খুঁজেছেন সমাধানের পথ। দিনব্যাপী আয়োজনে বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ  সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।

প্রথম দিনের অভিজ্ঞতা ইতিবাচক
প্রথম দিনে সকালে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড ঘুরে দেখেছেন প্রায় ৬০ জন বিদেশি। বিকেলে তারা চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। 
পরিদর্শন শেষে বিনিয়োগকারীদের নানা প্রশ্নের জবাব দেন কেইপিজেড ও ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। তিনি বলেন, এখানে জমি ও অন্যান্য অবকাঠামো প্রস্তুত। বিনিয়োগে কোনো ঝামেলা নেই। 

ব্যবসায়িক সনদসহ যাবতীয় বিনিয়োগ সেবা পাওয়া যাবে দ্রুত। বিনিয়োগবান্ধব অনেক সুযোগ-সুবিধা রয়েছে এই ইজেডে। তিনি বলেন, ব্যবসায়িক সনদ নেওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা অনেক কমেছে। বিগত সরকারের সময়ে বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক কথা বললেও বাস্তবে উদ্যোগ ছিল কম। বর্তমান সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। দ্রুততম সময়ে ব্যবসায়িক সনদসহ সব সুবিধা পাওয়া যাচ্ছে।
চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান মেগা রিচ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ম্যানেজিং পার্টনার কেভিন উ সমকালকে বলেন, নতুন  সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার পরিবেশ উন্নত করার উদ্যোগ নিচ্ছে। চীনের বিনিয়োগকারীদের অনেক বিনিয়োগ আছে বাংলাদেশে। আরও অনেকেই বিনিয়োগ করতে চান। তবে  সম্মেলনে কী সুবিধা ঘোষণা করবে বাংলাদেশ– সেটিও দেখার অপেক্ষায় বিদেশি বিনিয়োগকারীরা।
ভারতের হায়দরাবাদের  কাপিতি ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক সুরেস কাপিতি বলেন, বাংলাদেশে কমপ্লায়েন্ট ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্টের জন্য অংশীদার ব্যবসায়ী খুঁজতে তিনি এসেছেন। নেদারল্যান্ডস থেকে আসা এক বিনিয়োগকারী জানিয়েছেন, তাঁর কৃষি খাতে ব্যবসা রয়েছে। উপযুক্ত ব্যবসায়িক পরিবেশ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত হলে তাঁর প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আছে।
কেইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে বিভিন্ন কারখানায় ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে ৭৫ শতাংশ নারীকর্মী। এই ইজেডে ইতোমধ্যে ৭০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্ট, গার্মেন্ট অ্যাক্সেসরিজ পণ্য, জুতা এবং আইটি পরিষেবা খাতে। অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্ণফুলী টানেল হয়ে ১৫ মিনিটের দূরত্বে আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। ২ হাজার ৪৯২ একর এলাকাজুড়ে বিস্তৃত এই পরিবেশবান্ধব এলাকা দেশের একমাত্র বেসরকারি মালিকানাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।
বিদেশি বিনিয়োগকারীদের সরেজমিন চট্টগ্রামের মিরসরাই জাতীয় অর্থনৈতিক জোন পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক মাহমুদ ফারুক বলেন, এই অর্থনৈতিক জোনে বিনিয়োগকারীদের সব ধরনের ইউটিলিটির সুযোগ রাখা হয়েছে। শিল্পের জন্য পানির কোনো সমস্যা হবে না। ফেনীর মহুরী ও মেঘনা নদী থেকে সরবরাহ করে পানির সমস্যা সমাধান করা হবে।
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশ ভুল তথ্য ছড়াচ্ছে। তাই এখানে কী সুবিধা পাওয়া যাবে, কী সমস্যা আছে– তা সরাসরি দেখাতে আপনাদের আনা হয়েছে। আমলাতান্ত্রিক কোনো জটিলতায় যেন পড়তে না হয়, সে জন্য সরাসরি ইজেড দেখানো হয়েছে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এর আগেও বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে হয়েছে। তবে পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হওয়া সেসব সম্মেলন সেমিনার এবং প্রেজেন্টেশন দিয়েই শেষ করা হয়েছে। এবারই প্রথম বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি ইজেড দেখানো হয়েছে। এতে বিনিয়োগ করলে কী সুবিধা পাবেন, কী অসুবিধা হবে– তা তারা বুঝতে পেরেছেন।
বেজা জানিয়েছে, এনএসইজেড দেশের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন উদ্যোগ। এটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশের বঙ্গোপসাগরের তীরে কৌশলগতভাবে অবস্থিত, যেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের মতো পরিবহন রুট রয়েছে। চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার নিয়ে ৩৩ হাজার ৮০০ একর নিয়ে গঠিত এই অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যে এখানে ১১টি কারখানা উৎপাদন শুরু করেছে এবং ২৮টি শিল্প নির্মাণাধীন রয়েছে। এখন পর্যন্ত এখানে প্রায় ১৯ বিলিয়ন ডলার মূল্যের স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ প্রস্তাব আকর্ষণ করেছে। এ পর্যন্ত বিনিয়োগ করেছে প্রায় ১৫৫ প্রতিষ্ঠান। ভবিষ্যতে ৫০০টি শিল্প স্থাপনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রথা ভাঙতে চান বিডা চেয়ারম্যান
বিদেশি বিনিয়োগকারীরাই বাংলাদেশের শুভেচ্ছা দূত হবেন। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে বিডা কোন নীতিতে কাজ করছে– তা জানাতে গিয়ে এমনটাই বললেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান  আশিক মাহমুদ বিন হারুন। গতকাল বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে রাজধানীর হোটেলে মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিদেশিদের এ দেশে বিনিয়োগে এমন ‘কমফোর্ট’ দিতে চাই, যা দেখে তারাই অন্য বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ দূত হিসেবে কাজ করবেন। কোরিয়ান ইপিজেডের দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের জমিসংক্রান্ত জটিলতার সমাধান মাত্র দুই মাসে করে দেওয়ায় এই ইপিজেডের উদ্যোক্তা নিজে উদ্যোগী হয়ে ৩১ জন কোরিয়ান বিনিয়োগকারীকে এবারের বিনিয়োগ সম্মেলনে এনেছেন বলে জানান তিনি।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ব্যবসা করার ক্ষেত্রে বাংলাদেশে এখনও সমস্যা আছে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়াসহ সরকারি লালফিতার দৌরাত্ম্য বেশি। প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে সিটি করপোরেশন অফিসে দৌড়াতে হয়। এমন অনেক সমস্যা আছে। এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি।
আশিক মাহমুদ বলেন, আমরা কী করছি, তা বড় কথা নয়, বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে কী চান, কী সমস্যায় পড়ছেন– তা শুনতে চাই। আগত অতিথিরা সরেজমিন দেখছেন, সেখানে তাদের জন্য কী কী সুযোগ-সুবিধা আছে। বাংলাদেশে এরই মধ্যে যেসব বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুখ থেকে এ দেশে তাদের বিনিয়োগ অভিজ্ঞতা ও সমস্যার কথা শুনেছেন। 

 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ন য় গ করত ব ন য় গ কর প রথম দ ন ব যবস য় ক ম রসর ই র জন য সমস য সরক র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ