জমি দখলে হামলা ভাঙচুর পুলিশের সামনেই মারধর
Published: 11th, April 2025 GMT
নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের মিজানুর রহমানের জমি দখল করে বিএনপি কার্যালয় ও ড্রেন নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। বাধা দেওয়ায় গতকাল শুক্রবার দুপুরে তাঁর ওপর হামলা চালায় অভিযুক্তরা।
জীবন বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলে সেখানে তাঁকে জিম্মি করে রাখে অভিযুক্তরা। পরে মিজানুর রহমান জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চাইলে থানার সহকারী উপপরিদর্শক আল আমিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু পুলিশ তাঁকে উদ্ধার করার সময়ও হামলা করে অভিযুক্তরা।
এ ঘটনায় মিজানুর রহমান থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন। তিনি জানান, তাঁর বাড়ির ওপর দিয়ে ড্রেন নির্মাণ করার জন্য নির্মাণসামগ্রী নিয়ে আসে আশারকোটা গ্রামের বিএনপি নেতা আমিনুল ইসলাম, সৈয়দ আহম্মেদ, মোখলেছুর রহমান, যুবদল নেতা আবু মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ মুনসুর, আব্দুল ওহাব, পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাহফুজুর রহমান, তার ভাই জহিরুল ইসলামসহ ১০-১৫ জন। তারা অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে থেকে ড্রেন নির্মাণ শুরু করে। তারা গালাগাল করে হুমকি দিয়ে বলে এখানে ড্রেন হবে পাশাপাশি বিএনপি অফিস হবে। নিজের জমিতে ড্রেন ও বিএনপির অফিস করতে দেবেন না বলায় হামলা করে তারা। জীবন বাঁচাতে পাশের বাড়িতে গিয়ে ঘরের দরজা লাগিয়ে বসেছিলেন তিনি। সেখানে তারা জিম্মি করে রাখে এবং বাড়ির টিনের বেড়া, গেট ভাঙচুর ও গাছের সব ফল লুট করে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে আমাকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সামনে মারপিট শুরু করে তারা।’
অভিযোগের ব্যাপারে আমিনুল ইসলাম, আবু মিয়া, মনসুর ও মাহফুজ মেম্বার জানান, সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম আবুল কাশেমের এখানে ১ শতক জমি রয়েছে। সেই জমিতেই ড্রেন নির্মাণ করছেন তারা। মিজান অন্যায়ভাবে বাধা দিয়েছেন। সাবেক চেয়ারম্যান এ বি এম আবুল কাশেম বলেন, ‘এখানে আমার ৬৬ শতক জমির মধ্যে বিক্রি করার সময় সবার সুবিধার্থে ড্রেনের জন্য ১ শতক জমি রেখেছি। এখন সেই জমিতে ড্রেন করতে গেলে তারা জমিটি নিজের দাবি করে বাধা দেয়।’
পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার জানান, এখানে বিএনপির কোনো অফিস হওয়ার সিদ্ধান্ত হয়নি। উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়ার ভাষ্য, বিষয়টি তাঁর জানা নেই। তাছাড়া কেউ জমি দখল করে বিএনপির অফিস স্থাপন করতে চায়, তারা বিএনপির নেতাকর্মী নয়, বরং তারা দলের ক্ষতি করার জন্য এমনটি করতে পারে।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, জরুরি ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দখল ব এনপ র র রহম ন
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব