মুখে মাটি-বালু ঢুকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
Published: 13th, April 2025 GMT
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফুলবাড়ী-বালারহাট সড়কের নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মুখে মাটি ও বালু ঢুকিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় বালারহাট বাজারে ‘তিন্নি স্টোর’ নামে মোবাইল ব্যাংকিংয়ের দোকান রয়েছে তার।
অভিযোগে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজুল দোকান বন্ধ করে প্রায় আড়াই লাখ টাকা একটি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত ব্যক্তি এসে গলায় ও বুকে চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ ধরে টান দেয়।
এ সময় তাজুল চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় গলায় ও হাতে ছুরি লেগে আহত হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন, আকস্মিক অপরিচিত তিন লোক চাকু নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিলে বাধ্য হয়ে ব্যাগ ছেড়ে দেই। রাতেই থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানাই।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ নত ই ব যবস য় ছ নত ই
এছাড়াও পড়ুন:
‘যেন আগে দেখেছি’, দেজাভুর বিজ্ঞান, স্মৃতি ও আমাদের ভেতরের রহস্য
একদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছি। হঠাৎ ছাত্রদের প্রশ্ন, একই রকম আলো-বাতাস আর পাশের চায়ের দোকানের কোলাহল—সবকিছু হুবহু পরিচিত মনে হলো। যেন ঠিক এই একই দৃশ্য আমি আগেও দেখেছি। কিন্তু ভাবার পরেও মনে করতে পারলাম না—কোথায়? কখন?
এই অদ্ভুত অনুভূতিটা খুব ক্ষণস্থায়ী। তবু মনে গভীর রেখাপাত করে। এ অভিজ্ঞতার নাম দেজাভু—ফরাসি শব্দ; অর্থ আগে দেখা। দেজাভু হলো একটি স্বল্পস্থায়ী মানসিক অভিজ্ঞতা, যেখানে ব্যক্তি কোনো নতুন পরিস্থিতি বা দৃশ্যকে অজানা কারণবশত পরিচিত বলে মনে করেন, যদিও তার আগের অভিজ্ঞতার কোনো স্পষ্ট স্মৃতি উপস্থিত থাকে না। গবেষণা অনুসারে, ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ জীবদ্দশায় অন্তত একবার এ অনুভূতি পেয়ে থাকেন।
স্মৃতি-প্রক্রিয়ায় পরিচিতি বনাম পুনরুদ্ধার
স্মৃতি উপলব্ধির দুটি মৌলিক ধাপ—পরিচিতি অনুভব (ফ্যামিলিয়ারিটি) ও বিশদ স্মৃতি পুনরুদ্ধার (রেকলেকশন)। দেজাভুর ক্ষেত্রে পরিচিতির সংকেত সক্রিয় হয়, তবে বিশদ স্মরণ অনুপস্থিত থাকে। এ অবস্থাকে বলা হয়—ভ্রান্ত পরিচিতি অনুভব। মূলত পরিচিতি ও পুনরুদ্ধার পথের কাজের অসামঞ্জস্য এ অনুভূতির জন্ম দেয়।
স্নায়ুবৈজ্ঞানিক ভিত্তি
দেজাভুর অন্যতম স্নায়ুবৈজ্ঞানিক ব্যাখ্যা মস্তিষ্কের টেম্পোরাল লোব, বিশেষত হিপোক্যাম্পাসকে কেন্দ্র করে। টেম্পোরাল লোবে সূক্ষ্ম বৈদ্যুতিক বিশৃঙ্খল টেম্পোরাল লোবের হালকা বৈদ্যুতিক অস্বাভাবিকতা—বিশেষত টেম্পোরাল লোব এপিলেপসিতে—দেজাভু সৃষ্টির সম্ভাবনা বাড়ে। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেজাভু তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
দ্বৈত-প্রক্রিয়া ধারণা: পরিচিতি শনাক্ত করে পেরিরাইনাল করটেক্স, আর বিশদ স্মৃতি ফিরিয়ে আনে হিপোক্যাম্পাস। দেজাভু ঘটে যখন পরিচিতি–সংকেত সক্রিয় হয়, কিন্তু স্মৃতি পুনরুদ্ধার ব্যবস্থা (হিপোক্যাম্পাল পথ) তাকে সমর্থন করতে পারে না।
পরপর সংকেত বিলম্ব ধারণা: দৃশ্য গ্রহণের সময় ক্ষুদ্র খণ্ড–সেকেন্ড বিলম্বে একই তথ্য দুইবার প্রক্রিয়াজাত হতে পারে। দ্বিতীয় সংকেতটি প্রথমটির তুলনায় মস্তিষ্কের কাছে ‘আগে দেখা’ বলে মনে হয়।
গবেষণাভিত্তিক তত্ত্ব
স্মৃতি–বিভ্রান্তি তত্ত্ব: নতুন তথ্য ও পূর্ব স্মৃতির মাঝে অসামঞ্জস্য সৃষ্টি হলে পরিচিত বলে মনে হয়।
সহজ প্রক্রিয়াজাতকরণ তত্ত্ব: যে তথ্য সহজে মস্তিষ্কে প্রক্রিয়াজাত হয়, তা পরিচিত মনে হয়।
অবচেতন স্মৃতি সক্রিয়তা: অবচেতন স্মৃতি সক্রিয় হলে বর্তমান ঘটনাকে পরিচিত মনে হয়।
স্বপ্ন–সূত্র তত্ত্ব: স্বপ্নে দেখা কোনো স্মৃতি বাস্তবের সঙ্গে মিলে গেলে দেজাভু হয়।
ডিজিটাল যুগ ও দেজাভু
ডিজিটাল সময়ে আমরা প্রতিদিন বহু ছবি, পরিবেশ ও কনটেন্টের মুখোমুখি হই। এর অনেক কিছুই আমাদের অজান্তে অবচেতন স্মৃতি হিসেবে জমা হয়। এগুলো পরে নতুন বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিললে পরিচিতির অনুভূতি তৈরি করতে পারে।
কখন গুরুত্ব দেবেন
সাধারণ দেজাভু ক্ষতিকর নয়। তবে চিকিৎসাগত দিক থেকে সতর্ক হওয়া প্রয়োজন, যদি খুব ঘন ঘন ঘটে। স্মৃতিভ্রংশ, বিভ্রান্তি, অস্বাভাবিক আচরণ দেখা দেয়। বিশেষ করে যদি খিঁচুনি–জাতীয় উপসর্গ থাকে। এ ক্ষেত্রে টেম্পোরাল লোব এপিলেপসি বা বিচ্ছিন্নতাজনিত সমস্যা (ডিসোসিয়েটিভ অবস্থা) থাকতে পারে।
একটি ব্যাখ্যা
দেজাভু মূলত পরিচিতি–নির্ধারণী ব্যবস্থার ‘স্ব-পর্যবেক্ষণ সংকেত–ত্রুটি’ অর্থাৎ স্মৃতির অখণ্ডতা পরীক্ষা করার একটি স্বাভাবিক ভেতরকার পদ্ধতি। এটি স্মৃতির ওপর মানসিক নজরদারি বজায় রাখে।
দেজাভু কোনো অতিপ্রাকৃত বা রহস্যময় শক্তির ফল নয়; এটি স্মৃতি–প্রক্রিয়ার স্নায়ুবৈজ্ঞানিক ও জ্ঞানগত অসামঞ্জস্যের এক ক্ষণস্থায়ী প্রতিফলন। টেম্পোরাল–হিপোক্যাম্পাল স্নায়ুপথের সূক্ষ্ম ত্রুটিজনিত সংকেত পরিচিতির অনুভূতি জাগালেও স্মৃতি পুনরুদ্ধার পথ তা সমর্থন করতে পারে না।
মানবস্মৃতির প্রকৃতি—চলমান, পরিবর্তনশীল ও সূক্ষ্ম হয়ে থাকে। দেজাভু সে জটিলতারই জীবন্ত উদাহরণ, যা আমাদের মনে করিয়ে দেয়, মস্তিষ্ক এখনো আমাদের সবচেয়ে বিস্ময়কর ও অজানা জগৎ।
ফায়াজুন্নেসা চৌধুরী: শিক্ষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি