ফরাসি লিগ ‘আঁ’র পর শিরোপা নির্ধারণের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগ জিততে লিভারপুলের প্রয়োজন ৬ ম্যাচ থেকে মাত্র ৬ পয়েন্ট। তবে ইংল্যান্ডের মতো শিরোপার নিষ্পত্তিটা সহজে হচ্ছে না স্পেন–ইতালি–জার্মানিতে। তিনটি লিগেই শেষ মুহূর্তে ওলট–পালট হতে পুরো চিত্র।

স্পেনে শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, শুরুতে লড়াইয়ে থাকলেও আপাতত পিছিয়ে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। ইতালিয়ান লিগ সিরি আতে লড়াইটা ইন্টার মিলান ও নাপোলির আর জার্মান বুন্দেসলিগায় লড়ছে বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেন।

উৎসবের অপেক্ষায় লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাভাগ্য একরকম নির্ধারিত হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু লিভারপুলের উদ্‌যাপনে মেতে ওঠার। গতকাল ওয়েস্ট হামকে হারানোর পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। আর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩।

আরও পড়ুনসালাহর রেকর্ডে শিরোপা থেকে ৬ পয়েন্ট দূরে লিভারপুল১৭ ঘণ্টা আগে

এখন পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টটেনহামের বিপক্ষে জিতলেই ট্রফি নিশ্চিত হবে ‘অল রেড’দের। তবে ইপসউইচের বিপক্ষে আর্সেনাল যদি হেরে যায়, তবে লেস্টারের বিপক্ষে ম্যাচটা জিতলেই লিভারপুলের চলবে। সব মিলিয়ে এই লিগে এখন চোখ থাকবে সেরা চারে কারা থাকবে, সেদিকে।  

পাশার দান বদলাতে পারবে রিয়াল

স্প্যানিশ লা লিগায় এখন বাকি ৭ ম্যাচ। ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য ৪। অর্থাৎ পরের ম্যাচে ৭ ম্যাচে ৪ পয়েন্টের ব্যবধান মেটাতে পারলেই শিরোপা ধরে রাখতে পারবে রিয়াল।

আরও পড়ুনএমবাপ্পের লাল কার্ডও ঠেকাতে পারল না রিয়ালের জয়১৬ ঘণ্টা আগে

সর্বশেষ ম্যাচে বার্সা ১–০ গোলে হারিয়েছিল লেগানেসকে আর রিয়াল একই ব্যবধানে হারায় আলাভেসকে। এই লিগে শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠতে পারে ১১ মে মাঠে গড়াতে যাওয়া রিয়াল–বার্সার এল ক্লাসিকো। কে জানে, হয়তো সেই ম্যাচ দিয়েই হয়তো নির্ধারিত হবে লা লিগার শিরোপা।

নাপোলি কি ইন্টারকে ধরতে পারবে

ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে শিরোপা লড়াইয়ে এখন ইন্টার মিলান ও নাপোলি। ৩২ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলে নাপোলির পয়েন্ট ৬৫। তবে আজ রাতে নাপোলি যদি এম্পোলিকে হারাতে পারে তবে এই ব্যবধান নেমে আসবে তিনে।

আরও পড়ুনম্যারাডোনা, নাপোলি এবং এক অমর ভালোবাসার গল্প ৩০ অক্টোবর ২০২৪

তবে আগের ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র না করলে আরও ভালো অবস্থানে থাকতে পারত নেপলসের ক্লাবটি। আজ অবশ্য পয়েন্ট হারানোর সুযোগ নেই নাপোলির। এই ম্যাচে পয়েন্ট হারানো মানে লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়া। আর নাপোলি যদি এই ম্যাচ জেতে তবে ইন্টারের সঙ্গে সামনের দিনে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে তারা।

বায়ার্ন ফেবারিট, আশা আছে লেভারকুসেনেরও

গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে বুন্দেসলিগার শিরোপা জিতেছিল লেভারকুসেন। এবারও শিরোপা লড়াইয়ে আছে তারা। তবে গতবারের মতো দাপট দেখাতে পারেনি জাবি আলোনসোর দল। এরপরও অবশ্য শিরোপা জেতার সুযোগ আছে দলটির। লিগে শেষ ৫ ম্যাচে লেভারকুসেন যদি পুরোনো ছন্দ ফিরিয়ে আনতে পারে, তবে দারুণ কিছু হয়েও যেতে পারে।

২৯ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৩। এমন পরিস্থিতিতে শুধু নিজেদের জয়ই যথেষ্ট নয়। তাকিয়ে থাকতে হবে বায়ার্নের হারের দিকেও। তবে নিজেদের কাজটুকু অন্তত সেরে রাখতে পারে তারা। অন্যদিকে এগিয়ে থাকা বায়ার্নেরও সতর্ক থাকতে হবে। একটু ভুলেই বদলে যেতে পারে সব দৃশ্যপট।  

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র

এছাড়াও পড়ুন:

একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা

হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে ৩২ থেকে ৩৫ হাজার মানুষ চা পাতা উত্তোলনে জড়িত।

চা বাগানে একজন শ্রমিককে প্রতিদিন ২৩ কেজি পাতা তুলতে হয়। এর বিনিময়ে মজুরি পান ১৭৮ টাকা ৫০ পয়সা। অভিযোগ রয়েছে, কোনো কোনো বাগানে নিয়মিত এই মজুরিও দেওয়া হয় না।

শ্রমিকদের দাবি, দৈনিক মজুরি ৫০০ থেকে ৬০০ টাকা করতে হবে। বর্তমানে যে মজুরি পাওয়া যায় তা দিয়ে সংসার চলে না। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। সেই সঙ্গে চা শ্রমিকদের নৈমিত্তিক ছুটির ব্যবস্থা করতে হবে।

আরো পড়ুন:

বৈষম্য কেন? নারী শ্রমিকেরা পান না সমান মজুরি

ধান কাটায় আধুনিক যন্ত্রের ব্যবহার, পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা

সরেজমিনে কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, শ্রমিকরা ছোট্ট কুঠুরিতে গাদাগাদি করে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করেন। পুষ্টিকর খাবার তো দূরের কথা, দু-বেলা পেটভরে খেতে পারেন না।

শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘‘দুই বছর অন্তর চা শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে চা বাগান মালিক পক্ষের সংগঠনের সঙ্গে চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধির বৈঠক হয়। সর্বশেষ গত বছরের আগস্টে বৈঠক হয়েছে। সে সময় ৮ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে মজুরি ১৭৮ টাকা ৫০ নির্ধারিত হয়েছে।’’

শ্রমিকদের কষ্টের কথা স্বীকার করে তিনি বলেন, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই টাকায় চলা যায় না। দেশের কোথাও এতো সস্তা শ্রমের দাম নেই। বর্তমানে একজন কৃষিশ্রমিক দিনে ৫০০-১০০০ টাকা আয় করেন, একজন  রিকশাচালকের প্রতিদিনের আয় ৭০০ থেকে ৯০০ টাকা। সেখানে একজন চা শ্রমিক পান ১৭৮ টাকা ৫০ পয়সা। এজন্য তাকে প্রতিদিন ২৩ কেজি পাতা তুলতে হয়।’’

চা শ্রমিকদের অধিকার আদায়ে নাটক ও গানের মাধ্যমে দাবি জানিয়ে আসা জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস বলেন, ‘‘দৈনিক ১৭৮ টাকা ৫০ পয়সা মজুরিতে শ্রমিকদের চলা কঠিন হয়ে পড়েছে। অচিরেই মজুরি ৬০০ টাকা নির্ধারণ করা হোক। এছাড়া, শ্রমিকদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ