ফরাসি লিগ ‘আঁ’র পর শিরোপা নির্ধারণের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগ জিততে লিভারপুলের প্রয়োজন ৬ ম্যাচ থেকে মাত্র ৬ পয়েন্ট। তবে ইংল্যান্ডের মতো শিরোপার নিষ্পত্তিটা সহজে হচ্ছে না স্পেন–ইতালি–জার্মানিতে। তিনটি লিগেই শেষ মুহূর্তে ওলট–পালট হতে পুরো চিত্র।

স্পেনে শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, শুরুতে লড়াইয়ে থাকলেও আপাতত পিছিয়ে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। ইতালিয়ান লিগ সিরি আতে লড়াইটা ইন্টার মিলান ও নাপোলির আর জার্মান বুন্দেসলিগায় লড়ছে বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেন।

উৎসবের অপেক্ষায় লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাভাগ্য একরকম নির্ধারিত হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু লিভারপুলের উদ্‌যাপনে মেতে ওঠার। গতকাল ওয়েস্ট হামকে হারানোর পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। আর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩।

আরও পড়ুনসালাহর রেকর্ডে শিরোপা থেকে ৬ পয়েন্ট দূরে লিভারপুল১৭ ঘণ্টা আগে

এখন পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টটেনহামের বিপক্ষে জিতলেই ট্রফি নিশ্চিত হবে ‘অল রেড’দের। তবে ইপসউইচের বিপক্ষে আর্সেনাল যদি হেরে যায়, তবে লেস্টারের বিপক্ষে ম্যাচটা জিতলেই লিভারপুলের চলবে। সব মিলিয়ে এই লিগে এখন চোখ থাকবে সেরা চারে কারা থাকবে, সেদিকে।  

পাশার দান বদলাতে পারবে রিয়াল

স্প্যানিশ লা লিগায় এখন বাকি ৭ ম্যাচ। ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য ৪। অর্থাৎ পরের ম্যাচে ৭ ম্যাচে ৪ পয়েন্টের ব্যবধান মেটাতে পারলেই শিরোপা ধরে রাখতে পারবে রিয়াল।

আরও পড়ুনএমবাপ্পের লাল কার্ডও ঠেকাতে পারল না রিয়ালের জয়১৬ ঘণ্টা আগে

সর্বশেষ ম্যাচে বার্সা ১–০ গোলে হারিয়েছিল লেগানেসকে আর রিয়াল একই ব্যবধানে হারায় আলাভেসকে। এই লিগে শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠতে পারে ১১ মে মাঠে গড়াতে যাওয়া রিয়াল–বার্সার এল ক্লাসিকো। কে জানে, হয়তো সেই ম্যাচ দিয়েই হয়তো নির্ধারিত হবে লা লিগার শিরোপা।

নাপোলি কি ইন্টারকে ধরতে পারবে

ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে শিরোপা লড়াইয়ে এখন ইন্টার মিলান ও নাপোলি। ৩২ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলে নাপোলির পয়েন্ট ৬৫। তবে আজ রাতে নাপোলি যদি এম্পোলিকে হারাতে পারে তবে এই ব্যবধান নেমে আসবে তিনে।

আরও পড়ুনম্যারাডোনা, নাপোলি এবং এক অমর ভালোবাসার গল্প ৩০ অক্টোবর ২০২৪

তবে আগের ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র না করলে আরও ভালো অবস্থানে থাকতে পারত নেপলসের ক্লাবটি। আজ অবশ্য পয়েন্ট হারানোর সুযোগ নেই নাপোলির। এই ম্যাচে পয়েন্ট হারানো মানে লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়া। আর নাপোলি যদি এই ম্যাচ জেতে তবে ইন্টারের সঙ্গে সামনের দিনে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে তারা।

বায়ার্ন ফেবারিট, আশা আছে লেভারকুসেনেরও

গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে বুন্দেসলিগার শিরোপা জিতেছিল লেভারকুসেন। এবারও শিরোপা লড়াইয়ে আছে তারা। তবে গতবারের মতো দাপট দেখাতে পারেনি জাবি আলোনসোর দল। এরপরও অবশ্য শিরোপা জেতার সুযোগ আছে দলটির। লিগে শেষ ৫ ম্যাচে লেভারকুসেন যদি পুরোনো ছন্দ ফিরিয়ে আনতে পারে, তবে দারুণ কিছু হয়েও যেতে পারে।

২৯ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৩। এমন পরিস্থিতিতে শুধু নিজেদের জয়ই যথেষ্ট নয়। তাকিয়ে থাকতে হবে বায়ার্নের হারের দিকেও। তবে নিজেদের কাজটুকু অন্তত সেরে রাখতে পারে তারা। অন্যদিকে এগিয়ে থাকা বায়ার্নেরও সতর্ক থাকতে হবে। একটু ভুলেই বদলে যেতে পারে সব দৃশ্যপট।  

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ