ঋতুরাজের জায়গায় চেন্নাই দলে কে এই ১৭ বছরের আয়ূশ
Published: 14th, April 2025 GMT
চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় ইনজুরিতে পড়েছেন। পুরো আইপিএল মৌসুম থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় নেতৃত্বভার গেছে এমএস ধোনির কাঁধে। এবার ঋতুরাজের জায়গা পূরণে ১৭ বছরের এক ব্যাটারকে দলে নিল চেন্নাই।
তরুণ এই ব্যাটারের নাম আয়ূশ মাত্রে। তিনি মুম্বাইয়ের ছেলে। আইপিএলে নিলামে ৩০ লাখ রুপির ড্রাফটে ছিলেন। তবে অবিক্রিত থেকে যান। ভিত্তিমূল্যে তরুণ এই ব্যাটারকে দলে নিয়েছে চেন্নাই। ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই ক্যাম্পে যোগ দেবেন তিনি।
আয়ূশকে দলে নেওয়ার বিষয়ে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তাকে যত দ্রুত সম্ভব দলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। তবে সে দু-একদিন সময় চেয়েছে। মুম্বাইয়ে দলের ক্যাম্পে যোগ দেবে সে।
ঋতুরাজ ছিটকে যাওয়ার পর চেন্নাইয়ে দলটির ম্যানেজমেন্ট একটি ট্রায়ালের আয়োজক করেছিল। সেখানে মুম্বাইয়ের ছেলে আয়ূশ মাত্রে, গুজরাটের ছেলে উরভি প্যাটেল ও কেরেলার সালমান নিজার অংশ নিয়েছিলেন। এছাড়া এবারের আইপিএলে দল না পাওয়া পৃশ্বী শ’ ছিলেন চেন্নাই ক্যাম্পে যোগ দেওয়ার আলোচনায়। তবে আয়ূশকে শেষ পর্যন্ত বেছে নিয়েছে চেন্নাই।
আয়ূশ ভারতের শীর্ষ পর্যায়ে এখন পর্যন্ত মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। দুই সেঞ্চুরিতে তিনি ৫০৪ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ১৭৬। সাতটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেও তিনি দুই সেঞ্চুরি করে ফেলেছেন। রান করেছেন ৪৫৮। মুম্বাইয়ের ক্রিকেটাঙ্গনে প্রতিভার বিচারে আলোচিত নাম এই টপ অর্ডার ব্যাটার আয়ূশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী হিসেবে ১৫০ প্লাস ইনিংস খেলেছেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সামাজিক মাধ্যমে ভুল তথ্যের ৪৫% রাজনৈতিক
চলতি বছরের প্রথম তিন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা-সংক্রান্ত ভুল তথ্য ব্যাপকভাবে বেড়ে গেছে। এ সময়ে যাচাই করা ভুল তথ্যের ৪৫ শতাংশই ছিল রাজনৈতিক। গতকাল বুধবার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আইনশৃঙ্খলা সম্পর্কিত ভুল তথ্য ছিল ১ শতাংশ। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তা বেড়ে ৯ শতাংশে উন্নীত হয়েছে। সংখ্যার হিসাবে গত প্রান্তিকে এ ধরনের ভুল তথ্য ছিল মাত্র ১১টি। সেটি এ বছরের প্রথম তিন মাসে সাত গুণ বেড়ে দাঁড়িয়েছে ৭৭টিতে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ-সংশ্লিষ্ট আটটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এমন চিত্র পেয়েছে ডিসমিসল্যাব।
সংস্থাটির গবেষণায় দেখা গেছে, জানুয়ারি-মার্চ সময়ে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ১ হাজার ২৩৬টি তথ্য যাচাইয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে স্বতন্ত্র ভুল তথ্য পাওয়া গেছে ৮৬৭টি, যা আগের প্রান্তিকে রেকর্ড করা ৮১৬টির তুলনায় কিছুটা বেশি। ভুল তথ্যের প্রায় অর্ধেকই (৪৫ শতাংশ) রাজনীতি সম্পর্কিত ছিল। এর পর ছিল ধর্ম-সংক্রান্ত ভুল তথ্য (১৩ শতাংশ), যা আগের প্রান্তিকের তুলনায় সামান্য কম।
অপরাধ-সম্পর্কিত ভুল তথ্য বেড়েছে
বছরের প্রথম তিন মাসে প্রচারিত খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি-সংক্রান্ত খবর ছিল ৭০ শতাংশ। এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা ছিল ভারতের, যা বাংলাদেশের বলে ভুলভাবে প্রচার করা হয়েছে। ফেব্রুয়ারিতে একটি ইউটিউব চ্যানেলে হোটেল থেকে লাফিয়ে পড়া এক ভিডিও প্রচার করে বাংলাদেশের বলে দাবি করা হয়, কিন্তু সেটি ছিল মূলত ইন্দোনেশিয়ার।
রাজনৈতিক ভুল তথ্য
চলতি বছরের প্রথম প্রান্তিকে যাচাই করা ভুল তথ্যের ৪৫ শতাংশই রাজনৈতিক। আগের বছরও রাজনীতি-সংক্রান্ত ভুল তথ্য প্রচারিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ (৩৪.৮ শতাংশ) ও অন্তর্বর্তী সরকারকে (২১.৮ শতাংশ) নিয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে। তবে আওয়ামী লীগকে কেন্দ্র করে প্রচারিত ভুল তথ্যগুলোর অধিকাংশই (৬৮ শতাংশ) ছিল ইতিবাচক। অন্যদিকে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত-শিবির ও সমন্বয়কদের নিয়ে ছড়ানো অধিকাংশ ভুল তথ্য ছিল নেতিবাচক।
ধর্ম-সংক্রান্ত ভুল তথ্য
ধর্ম-সম্পর্কিত ভুল তথ্যের সংখ্যা সর্বশেষ প্রান্তিকে কিছুটা কমেছে। গত বছরের শেষ প্রান্তিকে ধর্ম-সংক্রান্ত ভুল তথ্যের পরিমাণ ছিল মোট যাচাইকৃত ভুল তথ্যের ১৮ শতাংশ, যা চলতি বছরের প্রথম প্রান্তিকে কমে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। তবে এর ধরন ছিল একই রকমের। যেমন, পুরোনো বা সম্পাদিত ছবি-ভিডিও সাম্প্রতিক বলে প্রচার করা।
বেড়েছে গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্য
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যের পরিমাণ বাড়তে দেখা গেছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্য নিয়ে প্রকাশিত হয়েছিল ২৭টি ফ্যাক্ট চেক প্রতিবেদন। সেখানে এ বছরের প্রথম তিন মাসে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪টিতে। গণমাধ্যমে প্রকাশিত এসব ভুল তথ্যের ২৪ শতাংশ ছিল রাজনীতি-সংশ্লিষ্ট।