চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় ইনজুরিতে পড়েছেন। পুরো আইপিএল মৌসুম থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় নেতৃত্বভার গেছে এমএস ধোনির কাঁধে। এবার ঋতুরাজের জায়গা পূরণে ১৭ বছরের এক ব্যাটারকে দলে নিল চেন্নাই। 

তরুণ এই ব্যাটারের নাম আয়ূশ মাত্রে। তিনি মুম্বাইয়ের ছেলে। আইপিএলে নিলামে ৩০ লাখ রুপির ড্রাফটে ছিলেন। তবে অবিক্রিত থেকে যান। ভিত্তিমূল্যে তরুণ এই ব্যাটারকে দলে নিয়েছে চেন্নাই। ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই ক্যাম্পে যোগ দেবেন তিনি। 

আয়ূশকে দলে নেওয়ার বিষয়ে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তাকে যত দ্রুত সম্ভব দলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। তবে সে দু-একদিন সময় চেয়েছে। মুম্বাইয়ে দলের ক্যাম্পে যোগ দেবে সে। 

ঋতুরাজ ছিটকে যাওয়ার পর চেন্নাইয়ে দলটির ম্যানেজমেন্ট একটি ট্রায়ালের আয়োজক করেছিল। সেখানে মুম্বাইয়ের ছেলে আয়ূশ মাত্রে, গুজরাটের ছেলে উরভি প্যাটেল ও কেরেলার সালমান নিজার অংশ নিয়েছিলেন। এছাড়া এবারের আইপিএলে দল না পাওয়া পৃশ্বী শ’ ছিলেন চেন্নাই ক্যাম্পে যোগ দেওয়ার আলোচনায়। তবে আয়ূশকে শেষ পর্যন্ত বেছে নিয়েছে চেন্নাই। 

আয়ূশ ভারতের শীর্ষ পর্যায়ে এখন পর্যন্ত মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। দুই সেঞ্চুরিতে তিনি ৫০৪ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ১৭৬। সাতটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেও তিনি দুই সেঞ্চুরি করে ফেলেছেন। রান করেছেন ৪৫৮। মুম্বাইয়ের ক্রিকেটাঙ্গনে প্রতিভার বিচারে আলোচিত নাম এই টপ অর্ডার ব্যাটার আয়ূশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী হিসেবে ১৫০ প্লাস ইনিংস খেলেছেন তিনি।    
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ