এবার আইপিএলে সবচেয়ে বড় ছক্কাটি কার
Published: 15th, April 2025 GMT
বড় ছক্কাতে অতিরিক্ত রান নেই। ছক্কা মারলে স্কোরবোর্ডে ৬ রানই যোগ হয়। সেটা ৬০ মিটারের ছক্কা হোক কিংবা ১০০ মিটারের! এরপরও ক্রিকেটে বড় ছক্কা মারতে পারা ব্যাটসম্যানদের একটা বাড়তি কদর আছে। বিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলোতে। তা এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কাটা মেরেছেন কে?
আইপিএলে এবার এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৩০টি। এর মধ্যে সবচেয়ে বড় ছক্কাটি এসেছে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার ব্যাট থেকে। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ১০৬ মিটারের ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। সেদিন অভিষেক ছক্কা মারেন আরও ৯টি। খেলেন ৫৫ বলে ১৪১ রানের ইনিংস।
আরও পড়ুনহামজার সব গল্পে এখন শুধু বাংলাদেশ আর বাংলাদেশ৫৯ মিনিট আগে১০৫ মিটারের ছক্কা আছে দুজনের। বেঙ্গালুরুর ফিল সল্ট ও হায়দরবাদের ট্রাভিস হেডের। হেড ১০৫ মিটারের ছক্কাটি মেরেছিলেন নিজেদের প্রথম ম্যাচে, ২৩ মার্চ। সল্টের বড় ছক্কাটি এসেছে ২ এপ্রিল, গুজরাটের বিপক্ষে ম্যাচে। মজার ব্যাপার হলো, বড় ছক্কা মারা ৩ জনই ওপেনার।
এই তিনজন বাদে ১০০ মিটারের বেশি দূরে বল পাঠিয়েছেন শুধু নিকোলাস পুরান ও অনিকেত বর্মা। দুজনের ছক্কার দূরত্ব ১০২ মিটার করে।
১২৫২০০৮ সালে আইপিএলে সবচেয়ে বড় ছক্কা মারার রেকর্ড গড়েন আলবি মরকেলআইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আলবি মরকেলের। ২০০৮ সালে ১২৫ মিটারের ছক্কা মেরে এই রেকর্ড গড়েছেন তিনি।
বর্তমানে আইপিএলে খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে বড় ছক্কা লিয়াম লিভিংস্টোনের। বেঙ্গালুরুতে খেলা এই অলরাউন্ডার ২০২২ সালে ১১৭ মিটারের ছক্কা মারেন।
আরও পড়ুনছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সবচ য়
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল