প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু বৃহস্পতিবার
Published: 16th, April 2025 GMT
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)।
বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির সময়সূচি ও শর্ত তুলে ধরে মাঠ পর্যায়ে আদেশের চিঠি দিয়েছে।
চিঠির বর্ণনা অনুযায়ী, ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২০ এপ্রিল প্রধান শিক্ষক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করবেন। ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
আরো পড়ুন:
কুয়েটের ৫ হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগের একদফা
হামাস যোদ্ধাদের বিষয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন শিক্ষিকা
২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ২৮ এপ্রিল সিস্টেমে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষকরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় বাছাই করতে পারবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে পাঠাবেন।
যাচাইকারী কর্মকর্তাকে সতর্কতার সঙ্গে যাচাই করতে নির্দেশ দিয়ে আদেশে বলা হয়েছে, যাচাই করে পাঠানোর পর কোনো আবেদনের ওপর পুনঃবিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।
আদেশে আরেকটি বিষয় করা হয়েছে। তাতে বলা হয়েছে, এরইমধ্যে ২১৬টি উপজেলা-থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। সেক্ষেত্রে উক্ত উপজেলাগুলোতে আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা-থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।
আদেশে বর্ণিত সময়সূচি অনুযায়ী সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সব প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/হাসান/এনএইচ/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অফ স র বদল র উপজ ল সহক র
এছাড়াও পড়ুন:
৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (নবম গ্রেড) প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৬ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা এক ঘণ্টার। প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তী অন্য কোনো তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার কনটেন্ট ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ) ’ (নবম গ্রেড, Job Id-10201)–এর ৯৭৪ শূন্য পদে সরাসরি নিয়োগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এ নিয়োগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টন1. Bangla 25x1 = 25;
2. English 25x1 = 25;
3. General Mathematics & Quantitative Skills 20x1 = 20;
4. General Knowledge 20x1 = 20;
5. Basic Computer Knowledge 20x1 = 20। Total Marks 100
1. Focus Writing in English (On Recent Global/Bangladesh Issues) 35;
2. Focus Writing in Bangla (On Recent Global/Bangladesh Issues) 35;
3. General Knowledge (15x2) (Language of questions will be in Bangla) 30;
4. Comprehension (English) (6x5) 30;
5. Mathematics (SSC Level) (5x6) (Language of questions will be in Bangla 30;
6. Translation: English to Bangla 10;
7. Argumentative writing in English 30। Total 200 Marks
*পরীক্ষা কেন্দ্রের নাম ও সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে।
*সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।
*প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫