গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদগাতী গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নিদর্শন আড়াইশ’ বছরের পুরনো ১৩ গম্বুজবিশিষ্ট একটি জামে মসজিদ। মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটির দেয়ালে টেরাকোটার অপূর্ব নকশা, কারুকার্যময় মেহরাব, আর গম্বুজের প্রতিটি রেখায় ফুটে উঠেছে অতীতের ছোঁয়া। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দিচ্ছে এক গৌরবময় অতীতের কথা।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাদগাতী গ্রামে দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ১৩ গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ। এতে কোন ধরনের শিলালিপি না থাকায় ঐতিহাসিক এ মসজিদটির নির্মাণকাল নিশ্চিত হওয়া যায়নি। তবে মসজিদটিতে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের আদলে কিছু কারুকার্য রয়েছে। 

কারুকার্যময় মেহরাবসহ মোঘল আমলের নানা নিদর্শনও রয়েছে মসজিদটিতে। প্রায় আড়াইশ’ বছরের পুরনো দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক ১৩ গম্বুজ মসজিদটি আজও স্মৃতি বহন করছে। মসজিদ কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগীতায় মসজিদটি সৌন্দর্য বর্ধনসহ সংস্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, স্থানীয়দের উদ্যোগে এর সৌন্দর্য বর্ধন ও সংস্কার করা হয়েছে। তবে নির্মাণকাল নিয়ে নিশ্চিত কোনো শিলালিপি না থাকলেও, স্থানীয় বয়োবৃদ্ধারা মনে করেন এটি মোগল আমলের স্থাপনা। বিশেষ কায়দায় তৈরি এই মসজিদে এখনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োজন হয় না। পশ্চিম পাশে একটি ছোট দরজা রয়েছে, যেটি জানাজার সময় ব্যবহার করা হয়।

মসজিদের কয়েকজন মুসল্লী বলেন, “এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটা আমাদের ইতিহাস, গর্ব। জনসংখ্যা ও মুসল্লির সংখ্যা বাড়ায় মসজিদের সম্প্রসারণ এখন সময়ের দাবি। আধুনিক অজুখানা ও প্রত্নতাত্ত্বিক বিভাগে অন্তর্ভুক্তি করতে হবে।”

মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.

হাবীবুর রহমান বলেন, “স্থানীয় মুরব্বিদের ধারণা মতে মসজিদটি মোঘল আমলে স্থাপিত হয়েছে। এছাড়াও টেরাকেটা ও গম্বুজ মোঘল ও মুসলিম স্থাপত্যের একটি বৈশিষ্ট্য।”

মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ হোসেন আরমান বলেন, ‘‘এই গ্রামের আদি নাম ছিল শাহদেরগাঁও। শাহ অর্ধ শাসক আর গাঁও অর্থ গ্রাম। এছাড়াও এই গ্রামে ছিল শাহদের বসবাস। ধারণা কর হয় ওই সময় থেকেই এখানে মসজিদটি ছিল। মসজিদটি বিধ্বস্ত হয়ে যাওয়ার পর এটি শাহদেরগাঁও এর মিয়ারা ১৮ শতকের শেষ দিকে পূণরায় স্থাপন করেন।”

তিনি আরো বলেন, “প্রথমে আটটি গম্বুজ ছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় ভারত থেকে মিস্ত্রী এনে আরও পাঁচটি গম্বুজ যোগ করা হয়। স্থাপত্য দেখে আমরা মনে করি মসজিদটির বয়স অন্তত আড়াইশ’ বছর।”

ঢাকা/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গম ব জ ম মসজ দ র

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা। 

সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ

ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ