পাকিস্তান সরকার গত ১ এপ্রিল থেকে ৮৫ হাজারের বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে বহিষ্কার করেছে। পাকিস্তান সরকারের নেওয়া এই ‘একতরফ’ জোরপূর্বক প্রত্যাবাসন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী হাসান আখুন্দ।

রোববার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ আরব।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আবাসিক অনুমতি বাতিল করেছে- এমন ৮ লাখেরও বেশি আফগানকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বহিষ্কার করার জন্য কঠোর অভিযান শুরু করেছে। এর মধ্যে কেউ কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন বা কয়েক দশক ধরে বসবাস করছেন।

আরো পড়ুন:

পাকিস্তানে কেএফসির বিরুদ্ধে বিক্ষোভে নিহত ১

বিবিসির প্রতিবেদন
ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে

আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই শনিবার (১৯ এপ্রিল) এক দিনের সফরে কাবুলে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেখানে তিনি প্রধানমন্ত্রী হাসান আখুন্দ এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। 

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে প্রত্যাবাসন প্রক্রিয়ায় আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা করার পরিবর্তে, পাকিস্তানের একতরফা পদক্ষেপ সমস্যাটিকে তীব্রতর করছে এবং সমাধানের দিকে অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি বিবৃতি অনুসারে, তিনি পাকিস্তান সরকারকে ‘আফগান শরণার্থীদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সহজতর করার’ আহ্বান জানিয়েছেন।

এর আগে, এ প্রসঙ্গে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ‘পাকিস্তানে আফগান শরণার্থীদের পরিস্থিতি এবং জোরপূর্বক বহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেছেন।”

তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তালেবান কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেছেন, আফগানদের সঙ্গে ‘দুর্ব্যবহার করা হবে না’।

‘কোনো ছাড় দেওয়া হবে না’

ইসলামাবাদ জানিয়েছে, প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীদের মধ্যে যাদের শরণার্থী সংক্রান্ত প্রয়োজনীয় নথি নেই, তাদেরকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগের আল্টিমেটাম দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তাল্লাল চৌধুরী এক ঘোষণায় বলেছেন, “সময়সীমায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সময়সীমা বাড়ানো হবে না।”

তিনি অবৈধভাবে বসবাসরত আফগানদের সতর্ক করে বলেন, “আপনি যদি কোনো কাগজপত্র ছাড়া আসেন, তবে সেটি শুধু সন্দেহই বাড়ায়—আপনি মাদক পাচারের সঙ্গে যুক্ত কি না, সন্ত্রাসবাদকে সমর্থন করছেন কি না বা অন্য কোনো অপরাধ করছেন কি না।” 

নিউ আরবের প্রতিবেদন বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ফিরে আসার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা বেড়ে যাওয়ায় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো খারাপ হয়েছে।

গত বছরটি পাকিস্তানে এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল। ইসলামাবাদ কাবুলকে দায়ী করে বলেছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে সেখান থেকেই হামলার পরিকল্পনা করছে। যদিও তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

দ্বিতীয় ধাপের বহিষ্কার

শুক্রবার পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তাল্লাল চৌধুরী জানিয়েছেন, তার সরকার এপ্রিলের শুরু থেকে প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যাদের বেশিরভাগই অনিবন্ধিত।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ফেরত যাওয়া এই আফগানদের অর্ধেকেরও বেশি শিশু—যাদের এমন এক দেশে প্রবেশ করতে হচ্ছে, যেখানে মেয়েরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত এবং বহু খাতে নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) আফগান শরণার্থী মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সীমান্তের দুটি প্রধান প্রবেশপথ দিয়ে প্রায় ৭১ হাজার আফগান প্রত্যাবর্তনকারীকে তালেবান কর্তৃপক্ষ নথিভুক্ত করেছে।

২০২৩ সালে প্রত্যাবর্তনের প্রথম পর্যায়ে, কয়েক সপ্তাহের মধ্যে কয়েক লাখ অবৈধ আফগানকে পাকিস্তান ছাড়তে বাধ্য করা হয়েছিল।

মার্চ মাসে ঘোষিত দ্বিতীয় পর্যায়ে, পাকিস্তান সরকার ৮ লাখেরও বেশি আফগানের আবাসিক পারমিট বাতিল করে এবং এপ্রিলের মধ্যে তাদেরকে পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে।

আফগানদের বহিষ্কারের পদক্ষেপকে পাকিস্তানিরা ব্যাপকভাবে সমর্থন করে।

শুক্রবার রাওয়ালপিন্ডির এক বাসিন্দা আহমেদ ওয়ালিদ এএফপিকে বলেন, “তারা (আফগানরা) আমাদের দেশের প্রতি সম্পূর্ণ অসম্মানজনক। তারা আমাদের ওপর হামলায় মদদ দিচ্ছে, তারা আমাদের ব্যবহার করছে। যদি তারা পাকিস্তানকে সম্মান না করে তাহলে তাদের কেউ এদেশে থাকতে পারবে না।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন স ত ন র পরর ষ ট র পরর ষ ট রমন ত র প ক স ত ন সরক র আফগ ন স ত ন র শরণ র থ দ র

এছাড়াও পড়ুন:

মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকায় এনসিপির উদ্বেগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের মামলা, একতরফা রায় এবং এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম ও তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, বিচার বিভাগের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে এনসিপি সর্বোচ্চ মনোযোগ দাবি করছে।

বিবৃতিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা লক্ষ করেছি, উল্লিখিত মামলার প্রথম তিন বছর পাঁচ মাসে ৩২টি তারিখ নির্ধারণ করা হলেও ২০২৪ সালের অক্টোবর থেকে মাত্র চার মাসে ১৭টি তারিখ দিয়ে মামলাটি তড়িঘড়ি করে নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু একই সময়ে অন্যান্য মামলার ক্ষেত্রে এত দ্রুততার সঙ্গে তারিখ ধার্য করা হয়নি। ফলে বিজ্ঞ ট্রাইব্যুনাল শুধু এই মামলার একটি পক্ষকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অন্যায্য সুবিধা প্রদান করেছেন কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।’

এ মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা রহস্যজনক ছিল দাবি করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘নির্বাচন কমিশন এই মামলার বিবাদী হওয়া সত্ত্বেও মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কমিশনের এমন তৎপরতা অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন তার নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে, যা একটি বৃহৎ রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে বলে জনগণ মনে করে।’

এনসিপির এই নেতা বলেন, ‘এই রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীন গত ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ফলে পুরো মামলাটিই অকার্যকর হয়ে গেছে। এরপরও রায় ও তড়িঘড়ি করে কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা জনসাধারণের সামনে পরিষ্কার করতে হবে।’

আরও পড়ুনইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির২৭ এপ্রিল ২০২৫

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল এবং ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত। ইশরাক ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন। রোববার রাতে তাঁকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঅবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, মেয়র পদে বসা নিয়ে বললেন উপদেষ্টা২৬ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকায় এনসিপির উদ্বেগ
  • ভারত-পাকিস্তান পরিস্থিতির দিকে নজর রাখছে বেইজিং: চীনা পররাষ্ট্রমন্ত্রী