ইডেন গার্ডেনে কোনো ম্যাচেই হার্শা ভোগলে ও সাইমন ডুলকে যেন ধারাভাষ্য দিতে না দেওয়া হয়, এ অনুরোধ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আজ বেশ কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। রাজ্য ক্রিকেট সংস্থাটির সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম রেভস্পোর্টজ।

আরও পড়ুননতুন চুক্তিতে কত বেতন পাবেন কোহলি-রোহিতরা৪ ঘণ্টা আগে

ইডেনের কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে ভোগলে ও ডুলের বাদানুবাদের পর এ চিঠি পাঠিয়েছে সিএবি। সংস্থাটি মনে করে, সুজন মুখার্জি বিসিসিআইয়ের নিয়ম মেনে কোনো ভুল করেননি, যেখানে বলা হয়েছে, পিচের আচরণ কেমন হবে, সে বিষয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই কিছু বলতে পারবে না। নির্দেশিকা মেনেই সুজন মুখার্জি ইডেনের পিচ তৈরি করেছেন বলে মনে করে সিএবি। নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ডুল এর আগে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বলেছিলেন, মুখার্জি যদি নিজের জায়গায় অনড় থাকেন, তাহলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) উচিত হবে কলকাতা শহর থেকে নিজেদের সরিয়ে নেওয়া। মানে কলকাতাকে আর হোম ভেন্যু না রাখাই উচিত হবে কেকেআরের, এমনটাই বলেছিলেন ডুল।

রেভস্পোর্টজ জানিয়েছে, বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে সিএবির পাঠানো চিঠির উত্তর দেয়নি। আইপিএলে আজ ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটানসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। রেভস্পোর্টজ জানিয়েছে, আজকের ম্যাচে ধারাভাষ্য প্যানেলে ভোগলে ও ডুলকে দেখা যাবে না।

এবারের আইপিএলে ইডেন গার্ডেনে আরও ছয়টি ম্যাচ আছে। এর মধ্যে চারটি ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার, অন্য দুটি ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। ফাইনাল ২৫ মে। এই ছয় ম্যাচে ইডেনে হার্শা ও ডুলকে আর ধারাভাষ্য দিতে দেখা যাবে কি না, সেটা বড় প্রশ্ন। ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ এ বিষয়ে সিএবির সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি।

আরও পড়ুনসন্ধ্যায় পাশে এসে বসলেন কোহলি, রাতে সামনে চলে গেলেন রোহিত৫ ঘণ্টা আগে

ইডেনের কিউরেটরের সঙ্গে কী ঘটেছিল ভোগলে ও ডুলের:

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতায় প্রথম ম্যাচে কেকেআরের চাওয়া অনুযায়ী সুজন মুখার্জি স্পিনবান্ধব পিচ তৈরি না করায় তাঁর ওপর মনঃক্ষুণ্ন হয় ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট। এই ম্যাচে কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪৩ রান দেন।
গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কেকেআর ঘুরে দাঁড়ানোর পর এই ফ্র্যাঞ্চাইজির ‘হোম অ্যাডভান্টেজ’–কে পাত্তা না দেওয়ার জন্য ইডেনের কিউরেটর সুজনের সমালোচনা করেন হার্শা।

বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, আইপিএলের নিয়মিত মৌসুমের ম্যাচগুলোর মাঠ ও পিচ প্রস্তুতের দায়িত্ব আয়োজক অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটরের। সেটা হবে বিসিসিআই কর্তৃক নিয়োগ পাওয়া ভেন্যুর কিউরেটরের অধীনে। ম্যাচের পিচ ও অনুশীলনের পিচ কেমন হবে, এ বিষয়ে শুধু তাঁরাই সিদ্ধান্ত নেবেন।ইডেনের কিউরেটর সুজন মুখার্জি

ক্রিকবাজের শোতে ভারতের এই জনপ্রিয় ধারাভাষ্যকার বলেছিলেন, ‘রাজস্থান রয়্যালস ঘরের মাঠে খেললে তাদের বোলারদের সঙ্গে মানানসই হয়, এমন পিচ পাওয়া উচিত। কেকেআরেরও তা–ই পাওয়া উচিত। কেকেআর কিউরেটর কী বলেছেন, সেটা জেনেছি। আমি কেকেআরের ক্যাম্পে থাকলে তিনি যা বলেছেন, সে জন্য প্রচণ্ড অখুশি হতাম। কারণ, আমি ১২০ রানের পিচ চাচ্ছি না। আমার চাওয়া হলো, এমন পিচ দেওয়া হোক, যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারে। সেখানে এটা বলা হয়েছে, “দুঃখিত, আমরা এমন পিচ বানাই না.

..।” না, আমরা ১২০ রান কিংবা ২৪০ রানের পিচ চাচ্ছি না। কিন্তু আমার মনে হয়, আইপিএলের মতো টুর্নামেন্টে ঘরের মাঠের সুবিধা নেওয়াটা পুরোপুরি বৈধ। এতে টুর্নামেন্ট আরও এগিয়ে যাবে। কারণ, তখন প্রতিপক্ষের মাঠে জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

হার্শার প্যানেলে থাকা ডুল বলেন, ‘ঘরের দল যেটা চায়, সেটা তিনি (সুজন মুখার্জি) না শুনলে...আমি বোঝাচ্ছি, তারা স্টেডিয়াম ফি দিচ্ছে, আইপিএলে যা হচ্ছে সেটারও খেসারত দিতে হচ্ছে, কিন্তু ঘরের দল যেটা চায়, তিনি যদি তা পাত্তা না দেন, তাহলে ফ্র্যাঞ্চাইজিটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। ম্যাচ নিয়ে মন্তব্য করা তাঁর কাজ নয়। সে জন্য তাঁকে পারিশ্রমিক দেওয়া হয় না।’

সুজন মুখার্জি গত মাসে রেভস্পোর্টজে এই সমালোচনার উত্তর দেন। বিসিসিআইয়ের নির্দেশিকা সামনে এনে তিনি বলেন, পিচ প্রস্তুত করা নিয়ে দল ও খেলোয়াড়দের কিছু বলার সুযোগ নেই। সুজন বলেন, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, আইপিএলের নিয়মিত মৌসুমের ম্যাচগুলোর মাঠ ও পিচ প্রস্তুতের দায়িত্ব আয়োজক অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটরের। সেটা হবে বিসিসিআই কর্তৃক নিয়োগ পাওয়া ভেন্যুর কিউরেটরের অধীনে। ম্যাচের পিচ ও অনুশীলনের পিচ কেমন হবে, এ বিষয়ে শুধু তাঁরাই সিদ্ধান্ত নেবেন। ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে এটাই হয়। আরও বলা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো এবং খেলোয়াড়দের পিচ প্রস্তুত করা নিয়ে কিছু বলার সুযোগ নেই। পরামর্শ দেওয়ার জন্য বিসিসিআইয়ের প্রধান কিউরেটর আছেন, কোনো সমস্যা হলে তিনি হস্তক্ষেপ করবেন।’

২০১৫ সালের অক্টোবরে ইডেনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর মাঠটির প্রধান কিউরেটরের পদ থেকে প্রবীর মুখার্জির পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হন সুজন মুখার্জি। প্রবীরও হার্শা ও ডুলের মন্তব্যের সমালোচনা করেন, ‘হার্শা ভোগলে ও সুজন মুখার্জি কী বললেন, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। দর্শক এবং আমার অ্যাসোসিয়েশন পিচ নিয়ে কী বলল, সেটা আমার বিবেচনার বিষয়। ভালো ও স্পোর্টিং উইকেট তৈরির জন্য আমি বিসিসিআইয়ের কাছে দায়বদ্ধ।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স স আইয় র ন স জন ম খ র জ ফ র য ঞ চ ইজ প চ প রস ত ত ব স স আই ক ক আর র অন য য় কলক ত

এছাড়াও পড়ুন:

নায়িকা হতে আসিনি, তবে...

গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।

এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।

‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।

ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।

আইমন শিমলা

সম্পর্কিত নিবন্ধ