ব্লেসিং মুজারাবানির লাফিয়ে ওঠা বলটা ছুঁয়ে গেল মুশফিকুর রহিমের ব্যাট। জিম্বাবুয়ের উইকেটকিপার নিয়াশো মায়াভোর গ্লাভসে বল যেতেই শেষ হয় তাঁর আরও একটি ইনিংস—০, ২, ৪, ৪ যার ক্রম। টেস্টে সর্বশেষ চার ইনিংসে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি মুশফিক, ফিফটির দেখা পাচ্ছেন না ১২ ইনিংস ধরে।

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে রানের খরা চললে সেটা আলোচনার বিষয় হবে বৈকি। সে আলোচনা আজ উঠল জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষেও। তবে মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ ও কিছুদিনের অধিনায়ক মুমিনুল হক তাঁর অগ্রজ ক্রিকেটারের এমন ‘অফ ফর্ম’ নিয়ে মোটেও চিন্তিত নন।

বাংলাদেশের হয়ে টেস্টে মুশফিকের অর্জন আসলেই ঈর্ষণীয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা থেকে মাত্র ৫ ম্যাচ দূরে দাঁড়িয়ে তিনি। টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন ৩টি, সেঞ্চুরি ১১টি।

সরাসরি মুমিনুলের কাছেই শুনুন মুশফিকের ফর্ম নিয়ে তাঁর বক্তব্য, ‘আমি কোনোভাবেই ওনাকে নিয়ে চিন্তিত নই। এত দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, উনি জানেন কীভাবে ফিরে আসতে হয় আর কীভাবে রান করতে হয়। এটা ভুলে যাওয়া উচিত নয়, উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন আর ওনার রানটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু কী করতে পারেন।’

২০২০ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে

আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ