বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মোল্লার (২২) মরদেহের ময়নাতদন্ত হয়নি। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গৌরনদী থানা–পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

তবে হাসপাতালের ময়নাতদন্তের কাজে নিয়োজিত ডোম বিজয় কুমার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এখনো লাশ বরিশালের মর্গে পৌঁছায়নি। সন্ধ্যায় পৌঁছাতে পারে। তবে ময়নাতদন্ত আগামীকাল বুধবার ছাড়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই।’

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ইউনুস আলী বলেন, নিহত সিয়ামের লাশ গতকাল সোমবার রাতে গৌরনদী থানা–পুলিশ গ্রহণ করে। তবে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করার আইনি বাধ্যবাধকতা থাকায় আজ দুপুরে তা সম্পন্ন হয়েছে। বিকেলে তাঁরা লাশ বরিশালে পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে গতকাল মাদকবিরোধী অভিযানে গুলির ঘটনায় আগৈলঝাড়া থানায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে। র‍্যাব–৮–এর পক্ষে জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করবেন। বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও সরকারি কাজে বাধাদান ও হত্যাকাণ্ড সংঘটনে পরস্পর সহযোগিতাসহ হামলার অভিযোগে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার বা আটক নেই। মামলায় ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামি ছাড়া আহত ও নিহত ব্যক্তিদের নাম আছে।

পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় র‍্যাব–৮–এর মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা (২২) নিহত হন। সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে। এ ঘটনায় সিয়ামের ফুফাতো ভাই রাকিব মোল্লা (১৮) আহত হয়েছেন। রাকিব বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার খালেক মোল্লার ছেলে।

নিহত সিয়ামের পরিবার জানায়, সিয়াম মোল্লা স্থানীয় জল্লা ইউনিয়নের কারফা আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আর তাঁর ফুফাতো ভাই রাকিব সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

সিয়ামের চাচা লিটন মোল্লা সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের ছেলে সিয়াম ও ভাগনে রাকিব ছাত্র। তাঁরা মাদকের কারবার বা মাদকাসক্ত নন। এই অভিযোগ সত্য নয়। এখন কেন এমন ঘটনা ঘটল, আমরা তা বুঝতে পারছি না। পরিবারের দুই সদস্যের এমন পরিণতির কারণে আমরা বিধ্বস্ত।’

এ ব্যাপারে র‍্যাব–৮–এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনবরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত২১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ম দকব র ধ ময়ন তদন ত বর শ ল র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ