ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯
Published: 23rd, April 2025 GMT
ইউক্রেনে শ্রমিক পরিবহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বুধবার সকালে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর মারহানেতে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
ডনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক প্রধান সের্হি লিসাক বলেছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, “নিহতদের সংখ্যা ক্রমাগত বাড়ছে”।
আরো পড়ুন:
ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তরুণের নিহতের খবর
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা সংঘাতের যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে লন্ডনে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে হামলার ঘটনাটি ঘটলো।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষের কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ‘ইস্টার সানডে’ উপলক্ষে ৩০ ঘণ্টার সামরিয়ক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে এসময়ে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে।
যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে এবং ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের সাথে আলাদাভাবে আলোচনা করছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইউক র ন
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড