গতকাল ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। কিন্তু আলোকস্বল্পতায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে স্থগিত হয়ে যায় ম্যাচটি। ফাইনালের বাকি ১৫ মিনিট কবে হবে সেটি জানিয়েছে পেশাদার লিগ কমিটি। আজ বিকেলে বাফুফে ভবনে কমিটির সভা শেষে জানানো হয়, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামেই ২৯ এপ্রিল হবে ম্যাচের বাকি অংশ।

সভা শেষে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা ময়মনসিংহেই হবে। ২৯ এপ্রিল বেলা সাড়ে তিনটায় দুই দল আবার মাঠে নামবে। এটাই আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। আর ১৫ মিনিটের মধ্যে রেজাল্ট না এলে বাইলজ অনুযায়ী টাইব্রেকারে ফল নির্ধারণ হবে।’

ঘরোয়া ক্রিকেট ও হকিতে আলোকস্বল্পতার কারণে ম্যাচ স্থগিত কিংবা পরদিন খেলা গড়ানোর ঘটনা থাকলেও ফুটবলের ইতিহাসে এমন কিছু আগে ঘটেছে কি না, মনে করতে পারেননি কেউ।

কালবৈশাখী ঝড়ে মাঝপথে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ম্যাচ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১৫ ম ন ট

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২