খেজুর গাছিদের প্রকল্পের আওতায় আনার সুপারিশ
Published: 24th, April 2025 GMT
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে গাছিদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের পদ্মা মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ সুপারিশ করেন।
মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, যেমন ধরুন, নারিকেল গাছ যদি পরিষ্কার করা না হয় তাহলে সেই গাছে নারিকেল ধরবে না। ঠিক একইভাবে খেজুর গাছ কাটার জন্য গাছিরা বাড়িতে বাড়িতে গিয়ে খেজুর গাছ পরিষ্কার করা বা গাছ ঝুড়াবেন কি না বলে আহ্বান করেন। তাদেরকে এই জায়গা থেকে বের করে এনে একটি প্রকল্পের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের আহ্বান জানান।
সেমিনারে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (ফেজ-২) প্রান্তিক জনগোষ্ঠী বলতে বুঝিয়েছে যারা বংশগতভাবে বিভিন্ন আদি পেশা যেমন; কামার, কুমার, নাপিত, কাঁসা, পিতল, বাঁশ-বেত পণ্য , জুতা মেরামত, বাদ্যযন্ত্র, নকশী কাঁথা, লোকজ যন্ত্র, শীতলপাটি-শতরঞ্জি তৈরি সহ এ ধরনের সনাতন পেশার সঙ্গে যুক্ত। এই প্রকল্পটি ২০১৭ সাল থেকে বাস্তবায়ন হয়ে আসছে। প্রথম পর্যায়ে সাতাশটি জেলায় ১১৭টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ওই প্রান্তিকে ২৬ হাজার ৩৪৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে ১৫০টি উপজেলায় ১২ হাজার জনকে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে এককালীন ১৮ হাজার নগদ টাকা সহায়তা দেওয়া হবে বলে সেমিনারে জানানো হয়।
সেমিনারে অন্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প
এছাড়াও পড়ুন:
জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে, সে বিষয়টিও আলোচনায় থাকবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণভোটের বিষয়ে আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকেরা।
বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।