মাহির– আমাদেরই সন্তানতুল্য ছেলে। এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব সন্দ্বীপের সদস্য তারকা ক্রিকেটার মো. মাসুমের আদরের বড় ছেলে মোহাম্মদ আবদুল করিম মাহির মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আর দশটা বাচ্চার মতো সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ঘাট মাঝিরহাট এলাকার সারাফত আলী মুন্সীর বাড়ির ছেলে মাহির  গ্রামীণ জীবনে হেসেখেলে জীবন অতিবাহিত করছিল। হয়তো স্বপ্ন বুনছিল জীবনে কী হতে চায় সেটা নিয়ে। কত আর বয়স হবে ১১-১২ বছর। এই বয়সে তার বই নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা। অবসর সময়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা। কিন্তু তার এখন সময় কাটছে হাসপাতালের শয্যায় শুয়ে। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা তার প্রাত্যহিক স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তুলেছে। ডাক্তারের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটে তার এখন কেমোথেরাপি শুরু হয়েছে। ব্লাড ক্যান্সারের এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। যার ব্যয়ভার বহন করা তার অসচ্ছল বাবার পক্ষে অসম্ভব। সমাজের সচ্ছল মানুষের একটু সহযোগিতাই পারে মাহিরের মুখে আবার হাসি ফোটাতে। একজন মানুষের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেক কঠিন। কিন্তু অনেক মানুষের সহযোগিতা সেই কঠিন কাজকে 
সহজ করে দিতে পারে। মাহিরের মা, বাবার দুঃখটাকে আমরা ভাগ করে নিতে চাই। এ 
বিপদে আমরা সুস্থ ও সচ্ছল মানুষ মাহিরের পাশে দাঁড়াতে চাই। 
আমরা সমাজের বিত্তশালী মানুষের কাছে উদাত্ত আহবান জানাই, আপনারা মাহিরের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসুন। আপনাদের ক্ষুদ্র সহযোগিতায় মাহির হয়তো আবার সুস্থ হবে। আবার হয়তো কৈশোরের চঞ্চলতায় মেতে উঠবে। আমরা মাহিরের দীর্ঘায়ু কামনা করছি। 
সাহায্য পাঠানোর ঠিকানা: জিকু ০১৬৭০-৩২৩২২০ (বিকাশ পারসোনাল), ইমতিয়াজ পায়েল ০১৮১৮-২১৭৬৫৩ (বিকাশ পারসোনাল), এমএইচ পয়েল ০১৮১২-৫৫০৮২৬ (বিকাশ ও নগদ পারসোনাল), সিফাতুল কবীর রিয়েল ০১৮৫৬-৪৯৭৮৭৭ (বিকাশ পারসোনাল)।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ন ল সহয গ ত

এছাড়াও পড়ুন:

জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’

মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।

দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ