আজ ২৭ এপ্রিল শেরেবাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে তিনি মারা যান। আমরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করি। তিনি ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষের অকুতোভয় কণ্ঠস্বর। তাঁর জীবন ও কর্ম আজও আমাদের পথ দেখায়, বিশেষ করে এমন এক সময়ে, যখন শোষণ-বঞ্চনায় মানুষ ভয়াবহরূপে বিপর্যস্ত হচ্ছে।
তাঁর পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তিনি জন্মগ্রহণ করেন ১৮৭৩ সালের ২৬ অক্টোবর, বরিশালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করে তিনি আইন পেশায় যুক্ত হন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল বৃহত্তর। তিনি রাজনীতিতে যুক্ত হন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের পাশাপাশি মুসলিম জনসাধারণের অধিকার আদায়ে এক বিশিষ্ট নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
১৯৪০ সালে তাঁর প্রস্তাবিত লাহোর প্রস্তাব পরে পাকিস্তান রাষ্ট্র গঠনের ভিত্তি হয়। তবে শেরেবাংলা ছিলেন এক অসাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বরাবরই হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন। তাঁর ভাষায়, ‘রাজনীতি হবে জনকল্যাণের জন্য, ধর্মের জন্য নয়।’
তাঁর জীবনের সবচেয়ে গৌরবজনক অধ্যায় হলো বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। ১৯৩৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, তা উপমহাদেশের ইতিহাসে অনন্য। জমিদারি প্রথার বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল সুস্পষ্ট। তিনি কৃষকদের জমির অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করেন, ঋণের দায়ে কৃষকদের শোষণের অবসান ঘটান। তাঁর উদ্যোগেই কৃষি ঋণ বোর্ড ও প্রজাস্বত্ব আইন চালু হয়।
তাঁর আমলে শ্রমিকদের জন্য নির্ধারিত মজুরি, শ্রমঘণ্টা ও সুরক্ষার বিষয়গুলো আলোচনায় আসে। তাঁর এই শ্রমজীবী ও কৃষকবান্ধব চিন্তাধারার ধারাবাহিকতায় তিনি ১৯৫০ সালে গঠন করেন কৃষক শ্রমিক পার্টি। এই দল ছিল শোষিত ও প্রান্তিক মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে ধনীর নয়, গরিবের স্বর ছিল মুখ্য।
কৃষক শ্রমিক পার্টি ছিল সেই সময়ের রাজনৈতিক অঙ্গনে একটি তাজা হাওয়া। ফজলুল হকের নেতৃত্বে এ দল মানুষের মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে, যখন কৃষক ও শ্রমিক এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ– রাজনীতির কেন্দ্রে থাকবে।
আজ শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা যখন দেশের কৃষক ও শ্রমিকদের দিকে তাকাই, তখন তাঁর সেই কথাগুলো আরও গভীরভাবে উপলব্ধি করি। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, অথচ কৃষক এখনও ফসলের ন্যায্য দাম পান না, শ্রমিকরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, ন্যূনতম শ্রম অধিকার থেকে বঞ্চিত হন। এই বাস্তবতায় শেরেবাংলার আদর্শ ও কৃষক
শ্রমিক পার্টির দর্শন আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে।
এ.
তাঁর মৃত্যু ১৯৬২ সালের ২৭ এপ্রিল। সেদিন শুধু একজন রাজনৈতিক নেতাই নয়, হারিয়ে গিয়েছিলেন একটি যুগের প্রতীক। তবে তাঁর আদর্শ আজও বেঁচে আছে সেই সব মানুষের মাঝে, যারা সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা চায়, যারা কৃষক-শ্রমিকের কণ্ঠস্বর হতে চায়। আমরা চাই, নতুন প্রজন্ম শেরেবাংলার কর্ম ও জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করুক। কৃষক শ্রমিক পার্টির আদর্শকে সামনে রেখে গঠিত হোক এমন এক রাজনীতি, যা শুধু ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ও মর্যাদার জন্য কাজ করে। তাহলেই তাঁর প্রতি হবে প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের লড়াই।
mdyamin.khan1983@gmail.com
উৎস: Samakal
কীওয়ার্ড: স মরণ র র জন ত ক র জন য
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে