সমুদ্রের তীরে দুই পায়ের পাতায় ভর দিয়ে বসে আছেন এক ব্যক্তি। গভীর মনোযোগ দিয়ে তাঁর চুল-দাড়ি কাটছেন আরেকজন। কিছুক্ষণ পর পর ঢেউ এসে দু’জনের পায়ের পাতা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। পাশে চোখ ফেরালেই আরেক দৃশ্যে নজর আটকায়। পরিত্যক্ত এক জোড়া জুতা পায়ে ময়লার বিশাল স্তূপ থেকে লাফিয়ে নামছেন এক মধ্যবয়সী নারী। তাঁর হাতে নোংরা প্লাস্টিকের বস্তা। আরেকটু দূরের ফ্রেমে নজর রাখলে দেখা মেলে নিখাদ আনন্দের। রেলপথের পাশের দুটি খুঁটিতে দড়ি বেঁধে দোলনা বানিয়ে একে অপরের মুখোমুখি বসে দুলছে দুই পথশিশু। তাদের চোখেমুখে উচ্ছ্বাস।

এমনই বিচিত্র সব দৃশ্যের প্রদর্শনী চলছে রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে। জুলাই আন্দোলন থেকে শুরু করে নিত্যজীবনে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো সহজেই চোখ এড়িয়ে যায়, সেই সব দৃশ্য ক্যামেরাবন্দি করে দর্শকদের সামনে তুলে এনেছেন আলোকচিত্রীরা। এর মধ্যে কিছু ছবি যেমন প্রশান্তির, কিছু ছবি আবার মন খারাপ করিয়ে দেয়, টেনে দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। সেখানে একটি ছবি দেখে থেমে যান দর্শনার্থী আল-আমিন সজীব। নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলছেন ভীতসন্ত্রস্ত এক তরুণ। ছাদ থেকে তাঁর দিকে পিস্তল তাক করে আছে পুলিশ।

সজীব বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এ ঘটনার ভিডিওটি দেখে আঁতকে উঠেছিলাম। একজন নিরস্ত্র মানুষকে কীভাবে গুলি করতে পারে! পরে অবশ্য গণমাধ্যমে খবর হয়, কার্নিশে ঝুলে থাকা ওই তরুণ বেঁচে আছেন। বিষয়টি জানার পর স্বস্তি পেয়েছিলাম।’

গত ১৯ এপ্রিল দৃকপাঠ ভবনে বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৫-এর পুরস্কার বিতরণ এবং প্রদর্শনীর উদ্বোধন হয়। এ বছর ২৫২ অংশগ্রহণকারীর মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। ৯ ফেব্রুয়ারি উন্মুক্ত ছবি আহ্বানের মধ্য দিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। ২৫২ আলোকচিত্র সাংবাদিক গত বছর নিজেদের তোলা ছবি জমা দেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও তথ্যচিত্রনির্ভর ১ হাজার ৩১০টি ছবি জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত ৩১টি ছবি নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী।  

বর্ষসেরা আলোকচিত্রের (২০২৪) জন্য পুরস্কার পেয়েছেন আশরাফুল আলম।

প্রদর্শনীর কিউরেটর ও দৃকের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান বলেন, ‘প্রদর্শনীটি কিউরেট করতে গিয়ে আমার মনে হয়েছে, আলোচনায় থাকা ছবিগুলো তো বটেই, এর বাইরের ছবি নিয়েও মানুষ আলাপচারিতা করুক। যেমন, জনমুখী সাংবাদিকতা বিভাগের একটা ছবিতে উঠে এসেছে, এক নারী শিশুসন্তানসহ বাসে উঠতে চাচ্ছেন। কিন্তু বাসচালকের হেল্পার গলায় ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দিচ্ছেন। এই ছবি আমাদের বুঝিয়ে দেয়, দেশের গণপরিবহন নারীবান্ধব নয় এবং এ জায়গায় আমাদের কাজ করা উচিত।’
সবার জন্য উন্মুক্ত ১২ দিনব্যাপী প্রদর্শনীটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।

মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।

সম্পর্কিত নিবন্ধ