শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি আছেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কিয়েভ এর আগে এ ধরনের প্রস্তাব বাতিল করে দিয়েছে।

ভ্যাটিকান থেকে দেশে ফিরে এসে সাংবাদিকদের এ কথা বলেছেন ট্রাম্প। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ফাঁকে জেলেনস্কির সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন ট্রাম্প।

দেশে ফেরার পর ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কি মনে হয় ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁদের দক্ষিণের উপদ্বীপের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি আছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমার এমনটাই মনে হয়।’

২০১৪ সাল থেকে রাশিয়া অবৈধভাবে ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়া উপদ্বীপ দখল করে আছে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও গোলাগুলি বন্ধ করার, আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন। দুই সপ্তাহের মধ্যেই একটি চুক্তি সম্ভব বলেও মনে করেন ট্রাম্প।

শনিবার ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কি মুখোমুখি বৈঠক করেছেন। দুই নেতার বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না।

ট্রাম্প বলেছেন, বৈঠক খুব ভালো হয়েছে এবং ক্রিমিয়া নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। জেলেনস্কিকে এখন অনেক শান্ত মনে হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে কোনো আলোচনা ছাড়াই শেষ হয়েছিল।

ভ্যাটিকানে জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বা রাশিয়ার প্রেসিডেন্ট কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

তবে এর আগে ইউক্রেন বারবার জোর দিয়ে বলেছে, কেবল একটি যুদ্ধবিরতি চুক্তির পর তারা ভূমি ছাড় নিয়ে আলোচনায় বসতে রাজি আছে।

এ বিষয়ে গতকাল রোববার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের এমন কোনো চুক্তিতে সম্মত হওয়া উচিত হবে না, যেখানে যুদ্ধবিরতির বিনিময়ে ব্যাপক আঞ্চলিক ছাড় অন্তর্ভুক্ত থাকবে।

বরিস পিস্টোরিয়াস জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এআরডিকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বশেষ যে প্রস্তাব দিয়েছেন কিয়েভের সে অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত হবে না।’ পিস্টোরিয়াস ট্রাম্পের প্রস্তাবকে ‘আত্মসমর্পণের’ শামিল বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনট্রাম্প-জেলেনস্কি বৈঠক : রাশিয়া-ইউক্রেন চুক্তির কাছাকাছি২৬ এপ্রিল ২০২৫

তবে জার্মান মন্ত্রী এ–ও বলেছেন, ইউক্রেন জানে যে একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে তাদের হয়তো কিছু অঞ্চল ছেড়ে দিতেই হবে, এর মধ্যে ক্রিমিয়াও অন্তর্ভুক্ত।

ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, ‘চুক্তির বেশির ভাগ বড় বড় বিষয় নিয়ে একমত হওয়া গেছে।’

নানা প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেনকে ক্রিমিয়াসহ রাশিয়ার দখলকৃত ভূমির বিশাল অংশ ছেড়ে দিতে বলা হতে পারে।

বিবিসি যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনার বিস্তারিত জানতে পারেনি।

আরও পড়ুনপুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প২৪ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র বল ছ ন

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ