পেহেলগামের ঘটনাকে ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে তুলনা করলেন শশী থারুর
Published: 28th, April 2025 GMT
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন কংগ্রেস আইনপ্রণেতা (এমপি) শশী থারুর। চলমান সংকটের সময়ে তাড়াহুড়া করে একে অপরের ওপর দোষ চাপানো থেকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
২২ এপ্রিল বন্দুকধারীরা পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার পর এটিই ছিল দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা আলাপকালে শশী থারুর নিরাপত্তাঘাটতির কথা স্বীকার করেন। তবে তিনি বৃহৎ প্রেক্ষাপটের দিকে তাকানোর আহ্বান জানান এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে এ ঘটনার তুলনা দেন। তিনি বলেন, ‘স্পষ্টতই এখানে অব্যর্থ কোনো গোয়েন্দা তথ্য ছিল না। কিছু ব্যর্থতা ছিল। তবে মনে রাখতে হবে, ইসরায়েলের মতো বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার দেশও ৭ অক্টোবর হামাসের হামলায় সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছিল। আমার মনে হয়, ইসরায়েল যেমন যুদ্ধ শেষ হওয়ার আগপর্যন্ত জবাবদিহি চাচ্ছে না, তেমনি আমাদেরও আগে পরিস্থিতি সামলানো উচিত। পরে সরকারের জবাবদিহি নিশ্চিত করা উচিত।
শশী থারুর আরও বলেন, ‘কোনো দেশই সন্ত্রাসী হামলা থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। বিশ্বজুড়ে যতগুলো সন্ত্রাসী হুমকি প্রতিহত করা হয়, সেগুলোর কথা আমরা কখনোই জানতে পারি না। কেবল যেখানে ব্যর্থতা ঘটে, সেগুলোর কথাই সামনে আসে। এটি যেকোনো দেশের ক্ষেত্রেই স্বাভাবিক। এখানে ব্যর্থতা ছিল, আমি স্বীকার করি। তবে এখন সেটাই প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত নয়।’
কংগ্রেস দল একদিকে বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ চালিয়ে ‘গুরুতর গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলেছে। অন্যদিকে অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এখন ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। জ্যেষ্ঠ কর্মকর্তারা তদন্ত কার্যক্রম তদারক করছেন। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পেহেলগামের ঘন জঙ্গলে চিরুনি অভিযানও চলছে। জম্মু কাশ্মীর পুলিশ সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করেছে। গত দুই দিনে সন্দেহভাজন বন্দুকধারীদের সঙ্গে যুক্ত ছয়টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনপেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো২ ঘণ্টা আগেপেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। সব পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি স্থগিত করা হলে তা ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে বিবেচিত হবে এবং তারা শিমলা চুক্তিসহ সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করতে পারে।
সরকারি তথ্য মতে, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ৫০৯ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। এদের মধ্যে ৯ জন কূটনীতিকও রয়েছেন। এদিকে ৭৪৫ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরে এসেছেন।
আরও পড়ুনপাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তাঁরা।
সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।
এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।
জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।’
কুষ্টিয়ার অন্য তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।