চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক
Published: 28th, April 2025 GMT
বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার নিয়ে এনসিপির ভাবনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
গত ২৫ এপ্রিল (শুক্রবার) রাজধানী ঢাকায় এই বৈঠক হয়। এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তাহসীন রিয়াজ। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন চেন জুয়ানবো, চেন ইয়াংপেই ও ঝাং গুইউ।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়টি জানিয়েছে এনসিপি। এতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে তাদের আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার নিয়ে এনসিপির ভাবনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা।’ বৈঠকে এনসিপির প্রতিনিধিদল বাংলাদেশের উত্তরণের সংকটময় পর্বের রূপরেখা তুলে ধরে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের জন্য নিজেদের অঙ্গীকারের কথাও উল্লেখ করে প্রতিনিধিদল।
চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গত শুক্রবার ঢাকায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন