নগর রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি
Published: 29th, April 2025 GMT
রাজধানীর পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়ণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, এ জন্য সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনে ডিএনসিসি ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক পলিসি ডায়ালগে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
মূল প্রবন্ধে ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড.
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার আশপাশের উদ্ধারকৃত নদীর পারকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্ভব। এতে করে জাস্ট ট্রানজিশন এবং ন্যায্য নগরের যে চিন্তাভাবনা আমরা ধারণ করছি, তা অর্জন করা সম্ভব। রুফটপ সোলার প্যানেল ব্যবহারকারীদের হোল্ডিং ট্যাক্সের ওপর ৫% কর রেয়াত দেওয়ার কথা ভাবছে ডিএনসিসি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী নকী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বিআইপির প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান ড. এম শহীদুল ইসলাম, বিআইপির উপদেষ্টা বোর্ডের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রেজা সুমন, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রাক্তন ডিন ড. ইজাজ হোসেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্রের (সিথ্রিইআর) সমন্বয়ক (অপারেশন্স) রৌফা খানম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবিটি) পরিচালক গাউস পিয়ারী, সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুজ্জামান মজুমদার, ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ, ইয়ুথনেট গ্লোবালের সমন্বয়ক সোহানুর রহমান, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের রিসার্চ লিড ইঞ্জিনিয়ার মারজিয়াত রহমান প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড এনস স ম হ ম মদ ড এনস স ব যবহ র
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে