সিলেটে সাবেক এমপি, কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা
Published: 30th, April 2025 GMT
সিলেটে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সিটি করপোরেশনের সাবেক ২ জন কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে (দ্বিতীয়) এ বিষয়ে একটি অভিযোগ দেন দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার শাহিন আহমদ (৫০)। বিষয়টি নিশ্চিত করে তাঁর আইনজীবী ফয়ছল আহমদ জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকবির ইসলাম (পিন্টু), আশিক আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে শাহিন আহমদ ও তাঁর ছেলে ফাইমুল ইসলামসহ শত শত ছাত্র-জনতা একত্র হয়ে মিছিল বের করেন। মিছিলটি নগরের চৌহাট্টা এলাকায় পৌঁছালে আসামিরা রামদা, কিরিচ, রড, বন্দুক ও ইট নিয়ে হামলা চালান। এ সময় আসামিরা মিছিল লক্ষ্য করে গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটান। গুলি লেগে ফাইমুলের চোখ মারাত্মকভাবে জখম হয়। এ ছাড়া ফাইমুলকে হত্যার উদ্দেশ্যে আসামিরা আক্রমণ করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস