শিক্ষার্থীদের দেশে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় রড উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী। তিনি বলেছেন, ‘দেশ যখন তোমাকে ডাক দিচ্ছে, তখন বাইরে নয়, দেশেই থেকো, এখানেই কাজ করো, এখানেই গড়ে তোলো। আজ যদি তুমি তোমার উত্তরাধিকার তৈরি করো, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।’

আজ বুধবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আলীহোসাইন আকবরআলী।

বিএসআরএম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই যৌথ উদ্যোগ সম্পর্কে আলীহোসাইন আকবরআলী বলেন, ‘ভালো কিছু তখনই সম্ভব, যখন প্রতিষ্ঠানগুলো বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে একত্র হয়। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব আগামী প্রজন্মের প্রকৌশলীদের গড়ে তোলার এক শক্তিশালী ভিত্তি হবে।’

বিএসআরএমের চেয়ারম্যান বলেন, তরুণ মেধাবীদের মধ্যে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, আধুনিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতাও গড়ে তুলতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে আলীহোসাইন আকবরআলী বলেন, শিক্ষার্থীদের শুধু বুদ্ধিমত্তা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতা দিয়ে গড়ে তুলতে হবে। এই মূল্যবোধগুলো শুধু তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণ করবে না, বরং দেশের ওপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে উদ্ভাবন, দায়িত্বশীল প্রকৌশল ও টেকসই স্থাপত্যের এক সত্যিকারের নিদর্শন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি শুধু একটি ভবন নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম সবুজ ক্যাম্পাস হয়ে ওঠার লক্ষ্যে নির্মিত একটি প্রাণবন্ত শিক্ষা-পরিবেশ। এই নতুন পরিসর কেবল শিখনের ক্ষেত্র নয়, বরং ভবিষ্যতের জন্য একটি জীবন্ত গবেষণাগার।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে বলে উল্লেখ করেন তামারা হাসান আবেদ। তিনি বলেন, ক্যাম্পাসের নকশা একটি বার্তা বহন করে। আর তা হলো, টেকসই ব্যবস্থা কোনো বিকল্প নয়, এটিই মূল ভিত্তি। এই স্থাপনা তাঁদের এই বিশ্বাসকে তুলে ধরে—প্রকৌশল মানে শুধু সমস্যার সমাধান নয়, বরং এমন এক পরিবেশ গড়ে তোলা, যেখানে মানুষ ও প্রকৃতি হাতে হাত রেখে বিকশিত হতে পারে। এই ভাবনারই ধারাবাহিকতায় নতুন ক্যাম্পাসে অবস্থিত বিএসআরএম ইঞ্জিনিয়ারিং স্কুল একটি অনন্য উদাহরণ হয়ে উঠতে পারে। যেখানে উদ্ভাবন, দায়িত্ববোধ ও দূরদর্শিতার সমন্বয়ে ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, তিনি বিশ্বাস করেন, বিএসআরএমের সঙ্গে এই অংশীদারত্ব শুধু টেকসই ব্যবস্থা নিশ্চিত করবে না, বরং শিল্পক্ষেত্রের জ্ঞান একাডেমিয়ার সঙ্গে সমন্বিতভাবে বিকশিত হবে। বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেওয়ার পথ প্রশস্ত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসআরএম র অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ