খাদ্য লুটেরাদের মৃত্যুদণ্ড দিয়েছে হামাস
Published: 4th, May 2025 GMT
চলতি সপ্তাহে গাজা উপত্যকায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দলগুলো খাদ্যের দোকান এবং কমিউনিটি রান্নাঘরে আক্রমণের বেশ কয়েকটি ঘটনার পর হামাস বেশ কয়েকজন অভিযুক্ত লুটপাটকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হামাস কর্মকর্তারা কিছু লুটেরাকে ইসরায়েলের সাথে সহযোগিতা করার অভিযোগ করেছেন। গত দুই মাস ধরে ইসরায়েল গাজায় সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটিতে অপরাধীদের তাড়া করার সময় একটি পুলিশ ইউনিটে ইসরায়েলি ড্রোন হামলা হয়। এ ঘটনা একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্যরা আহত হয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা এই সব বিদ্রোহীদের কঠোর হাতে দমন করব ও তাদের নিবৃত্ত করার জন্য যেকোনো মূল্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং আমরা তাদেরকে নাগরিকদের আতঙ্কিত করতে, জীবনকে হুমকির মুখে ফেলতে ও সম্পদ চুরি করতে দেব না।”
গাজার হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, কিছু লুটেরা একটি গোষ্ঠীর ছত্রছায়ায় কাজ করেছিল এবং অন্যরা সংগঠিত গোষ্ঠী হিসেবে কাজ করেছিল। এদের মধ্যে কিছু ইসরায়েলের সরাসরি সমর্থন পেয়েছিল।
তিনি বলেন, লুটপাটের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ‘বেশ কয়েকজন শীর্ষ অপরাধীর’ বিরুদ্ধে ‘বিপ্লবী মৃত্যুদণ্ডের রায়’ কার্যকর করা হয়েছে।
গাজার কিছু বাসিন্দা এবং ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, হামাসের সশস্ত্র শাখা রাত ৯টা থেকে কারফিউ জারি করেছে। তারা রাতে বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত করেছে এবং অপরাধীদের তাড়া করতে শুরু করেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একিভূত করতে ৮ সদস্যের কমিটি গঠন
দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। বিভিন্ন সংস্থায় ভিন্ন ভিন্ন নিয়ম থাকায় বিভ্রান্ত হতে হয় বিনিয়োগকারীদের। এই সমস্যা সমাধানে বিনিয়োগ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে একীভূত করতে একটি কেন্দ্রীয় 'ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (আইপিএ)' গঠনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের-বিডা সূত্রে এ তথ্য জানা গেছে।
৮ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সদস্য সচিব করা হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্ঠার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো খায়েরুজ্জামান মজুমদার।
এই কমিটি গঠনের বিষয়ে গত ১৩ এপ্রিল বিডার গভর্নিং বোর্ডের তৃতীয় সভায় আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি সামগ্রিক বিষয় পরীক্ষা ও যাচাই করে মতামত দেবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।