খাদ্য লুটেরাদের মৃত্যুদণ্ড দিয়েছে হামাস
Published: 4th, May 2025 GMT
চলতি সপ্তাহে গাজা উপত্যকায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দলগুলো খাদ্যের দোকান এবং কমিউনিটি রান্নাঘরে আক্রমণের বেশ কয়েকটি ঘটনার পর হামাস বেশ কয়েকজন অভিযুক্ত লুটপাটকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হামাস কর্মকর্তারা কিছু লুটেরাকে ইসরায়েলের সাথে সহযোগিতা করার অভিযোগ করেছেন। গত দুই মাস ধরে ইসরায়েল গাজায় সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটিতে অপরাধীদের তাড়া করার সময় একটি পুলিশ ইউনিটে ইসরায়েলি ড্রোন হামলা হয়। এ ঘটনা একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্যরা আহত হয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা এই সব বিদ্রোহীদের কঠোর হাতে দমন করব ও তাদের নিবৃত্ত করার জন্য যেকোনো মূল্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং আমরা তাদেরকে নাগরিকদের আতঙ্কিত করতে, জীবনকে হুমকির মুখে ফেলতে ও সম্পদ চুরি করতে দেব না।”
গাজার হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, কিছু লুটেরা একটি গোষ্ঠীর ছত্রছায়ায় কাজ করেছিল এবং অন্যরা সংগঠিত গোষ্ঠী হিসেবে কাজ করেছিল। এদের মধ্যে কিছু ইসরায়েলের সরাসরি সমর্থন পেয়েছিল।
তিনি বলেন, লুটপাটের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ‘বেশ কয়েকজন শীর্ষ অপরাধীর’ বিরুদ্ধে ‘বিপ্লবী মৃত্যুদণ্ডের রায়’ কার্যকর করা হয়েছে।
গাজার কিছু বাসিন্দা এবং ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, হামাসের সশস্ত্র শাখা রাত ৯টা থেকে কারফিউ জারি করেছে। তারা রাতে বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত করেছে এবং অপরাধীদের তাড়া করতে শুরু করেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস
ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।
হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’
আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগেআত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’
ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্যাপন