ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ঘটনাটি ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (৪ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা ১১ রাত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

বাবা-মা হতে যাচ্ছেন নাগা-শোভিতা?

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলিতে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাল্টাপাল্টি পদক্ষেপে ‍উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিদিনই সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল রবিবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ‘ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “৪-৫ মে রাতে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলো থেকে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে গুলিবর্ষণের ‘পাল্টা জবাব’ দিয়েছে।”

চলমান এই সংঘর্ষের মধ্যে ভারত ও পাকিস্তান পরস্পরের একেকজন সেনাকে আটক করেছে। ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু গত ২৩ এপ্রিল সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে। এর পাল্টা হিসেবে ৩ মে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। নয়াদিল্লির অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে ইসলামাবাদ।

এর জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে জাতিসংঘ দুই প্রতিদ্বন্দ্বী দেশকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যেন গঠনমূলক পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয়।

প্রতিবেশী দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসবে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ঘটন

এছাড়াও পড়ুন:

পিকেএসএফে নিয়োগ, বেতন ২ লাখ ৬০ হাজার

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দুই ক্যাটাগরির ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. ট্রেনিং অ্যান্ড ডিজিটাল লার্নিং স্পেশিয়ালিস্ট (Training & Digital Learning Specialist)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশনাল টেকনোলজি, এডুকেশনাল টেকনোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস বা সমপর্যায়ের প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, সক্ষমতা বৃদ্ধি বা ইনস্ট্রাকশনাল ডিজাইন ক্ষেত্রে অন্তত ১৫ বছরের ক্রমান্বয়ে দায়িত্বপূর্ণ অভিজ্ঞতা, যার মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: ২,৬০,০০০ টাকা

বয়সসীমা: ন্যূনতম ৪৫ বছর

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির৩ ঘণ্টা আগে

২. জুনিয়র অফিসার মান-২ (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। একাডেমিক জীবনের সব পরীক্ষায় অন্তত সেকেন্ড ডিভিশন/সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

বাণিজ্যিক বা উচ্চ তলার ভবনে MEP (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: ৩০,০০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা৫০ মিনিট আগেআবেদনের নিয়ম

https://recruitment.pksf.org.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৮ ডিসেম্বর ২০২৫

বিস্তারিত দেখতে পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করুন।

আরও পড়ুনঅফিসার পদে বেসরকারি ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা৩০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • অন্তঃসত্ত্বা সোনালি বিবিসহ ভারতীয় ৪ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
  • মামলা নিষ্পত্তি না হলে দেশে ফিরতে পারবেন না ৬ ভারতীয়
  • গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ
  • ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
  • জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও পুলিশ হেফাজতে ভারতের ৬ নাগরিক
  • পিকেএসএফে নিয়োগ, বেতন ২ লাখ ৬০ হাজার