জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সাধারণত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এবার ভিন্ন রূপে হাজির হচ্ছেন তিনি। সঞ্জয় সমাদ্দার পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমায় তাকে ভয়ংকর ও দানবীয় রূপে দেখা যাবে।

রবিবার (৪ মে) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার। এতে মোশাররফ করিমের লুক চমকে দিয়েছে ভক্ত-দর্শকদের। প্রকাশিত এ পোস্টারে দেখা যায়, মোশাররফ করিমের চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ— পায়ের নিচে পিষ্ট এক শত্রু। দৃশ্যটাই বলে দিচ্ছে, প্রতিশোধের নেশায় উন্মাত এক চরিত্রে দেখা যাবে তাকে।

পোস্টারের ক্যাপশনে নির্মাতা সঞ্জয় সমাদ্দার লেখেন, “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!”

আরো পড়ুন:

মনিরের মৃত্যু: শাকিবকে রত্নার খোলা চিঠি

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা, ক্ষুব্ধ প্রকাশ রাজ

আগেই জানা গেছে, ‘ইনসাফ’ হবে একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা। এবারই প্রথম এমন ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে বড় পর্দায় দেখা যাবে দেশের অন্যতম শক্তিমান এই অভিনেতাকে।

সিনেমাটিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ, যার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে পুরোপুরি বাণিজ্যিক নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের। ঈদুল আজহায় সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা রয়েছে।

গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার, যেখানে রক্তাক্ত কুড়াল হাতে শরীফুল রাজকে দেখা যায়, যার ঠোঁটে মুচকি হাসি আর চেহারাজুড়ে রক্তের দাগ। সব মিলিয়ে ‘ইনসাফ’ এখনই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চর ত র ইনস ফ

এছাড়াও পড়ুন:

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দিয়েছেন তিনি।

উভয় পক্ষ পাকিস্তান–বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নিয়মিত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করেছেন তাঁরা। আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তাঁরা।

গত বছর ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ২৭ এপ্রিল তাঁর ঢাকায় আসার কথা ছিল।

কিন্তু ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত–পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর দুই দিন পর ইসহাক দারের ঢাকা সফর স্থগিতের কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

সম্পর্কিত নিবন্ধ