দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস ট্রাইস্টার সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক-২৫৯) নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এ অবস্থায় ব্রোকারেজ হাউজটির গ্রাহকদেরকে তাদের হিসাব পর্যালোচনা ও শেষ করার অনুরোধ করেছে ডিএসই কর্তৃপক্ষ। এক্ষেত্রে যদি কোন গ্রাহকের সমস্যা হয়, তাহলে ডিএসইতে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

ঢাকা/এনটি/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা, নেই ছেত্রী

ভারতের ফুটবলে যেন এক যুগের সমাপ্তি ঘটল। আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত সম্ভাব্য দলে জায়গা পাননি দলের কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী। বুধবার (৫ নভেম্বর) ঘোষিত এই তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ছেত্রী চলতি বছরের মার্চে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবারও জাতীয় দলে যোগ দেন এবং শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে প্রথম বাছাইপর্বের ম্যাচটিও খেলেছিলেন। তবে নতুন কোচ খালিদ জামিলের অধীনে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। ফলে এবার দল ঘোষণায় তার নাম নেই।

আরো পড়ুন:

বৃষ্টির বদৌলতে আরও ‘এক পয়েন্ট’ পেল বাংলাদেশ

‘সমস্যা কিছু না কিছু থাকবেই, দুটো আলাদা দেশ তো’

ভারত ইতোমধ্যেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে পড়েছে। চার দলের ‘সি’ গ্রুপে মাত্র ২ পয়েন্ট নিয়ে তারা তলানিতে আছে। ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

ছেত্রীর পরিবর্তে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব–২৩ দলের তরুণ তারকা মোহাম্মদ সানান। এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, “৫ নভেম্বর ২০২৫, বুধবার, ভারতীয় সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ খালিদ জামিল আসন্ন ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর জন্য ২৩ সদস্যের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন। অনূর্ধ্ব–২৩ দলে ডাক পাওয়া মোহাম্মদ সানান এবার যোগ দিচ্ছেন সিনিয়র দলে।”

ভারতীয় দল ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বেঙ্গালুরু এফসি-র কোচ জেরার্ড জারাগোজা সম্প্রতি ছেত্রীকে একমাত্র স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার জন্য জামিলের সমালোচনা করেন। তিনি বলেন, “গত মৌসুমে ছেত্রী বেঙ্গালুরুর হয়ে কতটা সময় আসল স্ট্রাইকার হিসেবে খেলেছেন? তিনি কি সত্যিই একজন স্ট্রাইকার? জাতীয় দলে তাকে একা সামনে রেখে খেলালে তিনি নিজের কাজটাই করতে পারেন না।”

গত আইএসএল মৌসুমে ৩৪ ম্যাচে ১৭ গোল ও ৪টি অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে ছিলেন ছেত্রী, যা তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছিল। তবে এবার তার অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভারত হয়তো ধীরে ধীরে এই অভিজ্ঞ তারকার পরের প্রজন্মের দিকে তাকাচ্ছে।

::ভারতের প্রাথমিক স্কোয়াড::

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ঋতিক তিওয়ারি ও সাহিল।

রক্ষণভাগ: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হ্মিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে ও সন্দেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার: আশিক কুরুণিয়ান, ব্রিসন ফের্নান্দেস, লালরেমতলুয়াংগা ফানাই, মাকারটন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিং ওয়াঙ্গজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙতে, মোহাম্মদ সানান, রহিম আলি ও বিক্রম প্রতাপ সিং।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ