মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিতে না আসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ আদেশ দেন। 

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- ঢামেকের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.

মমতাজ আরা এবং ডা. দেবিকা রায়। 

বাদীপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আছিয়ার লাশের সুরতহাল করা ঢামেক হাসপাতালের দুই চিকিৎসকের সাক্ষ্য প্রদানের দিন ধার্য ছিল। কিন্তু তারা সাক্ষ্য দিতে আসেননি। ফলে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। সমন দেওয়ার পরও পরপর দুই দিন সাক্ষ্য দিতে না আসায় আদালত দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুতের আদেশ দেন। আজ বুধবারও সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে। বিগত ছয় কার্যদিবস একটানা এ মামলার সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। 

এ দিনও সাক্ষ্য গ্রহণ উপলক্ষে মামলার প্রধান আসামি হিটু শেখসহ ৪ অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। বোনের বাড়িতে বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ আছে। ঢাকা সিমএমএইচে ১৩ মার্চ শিশুটি মারা যায়।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র পর য় ন র স ক ষ য গ রহণ চ ক ৎসক র পর য় ন

এছাড়াও পড়ুন:

রোমাঞ্চে ঠাসা ম্যাচে বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ইন্টার মিলান

ইন্টার মিলান ৪–৩ বার্সেলোনাদুই লেগ মিলিয়ে ইন্টার মিলান ৭–৬ ব্যবধানে জয়ী।

এটাই কি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা সেমিফাইনাল? এই প্রশ্নে বেশিরভাগ ফুটবলপ্রেমীরই একমত হওয়ার কথা।

এমন বহু বাঁকবদলের সেমিফাইনালে সর্বশেষ কে কবে দেখেছে! সান সিরোতে রোমাঞ্চে ঠাসা, পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে হাসি ইন্টার মিলানের, বেদনা বার্সেলোনার।

দুই দলের আরেকটি গোল–উৎসবের ম্যাচ আবারও নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় অমীমাংসিত থাকল। এবার অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন বদলি ডেভিড ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত ৪–৩ গোলে এই ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার, বিদায় ঘণ্টা বাজল বার্সার।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ