ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাথলেটিকো বিলবাওকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৪-১ গোলে হারিয়েছে রেড ডেলিভসরা। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের জয়ে ফাইনালে উঠেছে রুবেন আমোরিমের দল।

অন্য সেমিফাইনালে দুই লেগে নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিম্টকে হারিয়ে ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের অন্য দল টটেনহ্যাম। বৃহস্পতিবার রাতে বোদোর মাঠে ২-০ গোলে জিতেছে স্পার্সরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের দলটি।

ওল্ড ট্রাফোর্ডে রাতের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। বিলবাও ওই লিড হারায় ম্যাচের ৭২ মিনিটে। দলকে সমতায় ফেরান ম্যাসন মাউন্ট। বাকি সময়ে আরও তিন গোল হজম করে স্প্যানিশ ক্লাবটি। ৮০ মিনিটে গোল করেন কাসেমিরো, ৮৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন হোয়লুন্ড। যোগ করা সময়ে নিজের নামে জোড়া গোল তোলেন মাউন্ট।   

অন্য সেমিফাইনালে প্রথমার্ধে গোল শূন্য সমতা দেখা যায়। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে স্পার্টরা। এর মধ্যে ৬৩ মিনিটে প্রথম গোল করেন সোলাঙ্কে। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো।  

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান ও পিএসজি। ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানইউ ও টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ৩১ মে রাতে মিউনিখে মাঠে গড়াবে। ইউরোপা লিগের ফাইনাল হবে একদিন পরে সান মেমেছে অর্থাৎ স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে। ইউরোপা লিগের জয়ী দল জায়গা পাবে আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপার ফাইনালের দুই দলই প্রিমিয়ার লিগের হওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের ছয় দল অংশ নেবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউর প ল গ ল গ র ফ ইন ল গ ল কর প রথম ইউর প

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ