হামজা চৌধুরী ২০২৫ সালের শুরুতেও ছিলেন প্রিমিয়ার লিগে। জানুয়ারির শেষ দিকে লেস্টার সিটি থেকে যোগ দেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। হামজা শেফিল্ডে গেছেন ধারে, ছয় মাসের জন্য। ২০২৪–২৫ মৌসুম যখন শেষের পথে, স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে—হামজা কি প্রিমিয়ার লিগে ফিরছেন?

এই আগ্রহটা মূলত বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। হামজা এখন বাংলাদেশের একজন। গত মার্চ মাসে লাল–সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলারের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত খেলে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। যিনি এখন খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে।

ইংল্যান্ডের লিগ ফুটবলে চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা। প্রতি মৌসুমে এই লিগ থেকে তিনটি দল প্রিমিয়ার লিগে ওঠে। আবার শীর্ষ স্তরের প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ থেকেও তিনটি দল চ্যাম্পিয়নশিপে নেমে যায়। হামজা এখন এই ওঠা–নামার চক্করের মধ্যে আছেন।

হামজা যে দলের সঙ্গে চুক্তিবদ্ধ, সেই লেস্টার সিটির এবারের অবস্থান ভালো নয়। এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে জয় মাত্র ৫টি, সঙ্গে আরও ৬টি ড্র মিলিয়ে মোট পয়েন্ট ২১। পয়েন্ট এতই কম যে এরই মধ্যে অবনমন অঞ্চলের ১৮ বা ১৯তম স্থান নিশ্চিত হয়ে গেছে। যার অর্থ, লেস্টার সিটি সামনের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। খেলতে হবে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে।

এদিকে ধারের মেয়াদ অনুসারে সামনের মৌসুমেই লেস্টারে ফেরার কথা হামজার। তবে শেফিল্ড চাইলে তাঁকে চুক্তি করে রেখে দিতে পারে। এখন শেফিল্ড হামজার সঙ্গে চুক্তি করবে কি না, সেটি অনেকখানি নির্ভর করছে শেফিল্ড সামনের মৌসুম কোথায় খেলবে তার ওপর।

চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল প্রিমিয়ার লিগে ওঠে। এর মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সরাসরিই ওঠে। এবারের চ্যাম্পিয়নশিপ লিগে সর্বোচ্চ ১০০ পয়েন্ট করে নিয়ে প্রথম দুটি স্থান দখল করে নিয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। ২০২৫–২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে এই দুই দলের সঙ্গী হবে চ্যাম্পিয়নশিপের আরও একটি দল। সেই দলটি চূড়ান্ত হবে প্লে–অফের মাধ্যমে।

চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলকে নিয়ে হয় প্লে–অফ। প্রথমে দুই লেগের সেমিফাইনাল। এরপর এক ম্যাচের ফাইনাল। হামজার দল শেফিল্ড ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়ায় প্লে–অফে খেলছে, প্রতিপক্ষ ৬৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হওয়া ব্রিস্টল সিটি।

এরই মধ্যে বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হয়েছে। ব্রিস্টলের মাঠে হওয়া সেই ম্যাচে শেফিল্ড জিতেছে ৩–০ ব্যবধানে। সোমবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ২ গোল ব্যবধানে হারলেও প্লে–অফ ফাইনালে উঠে যাবে শেফিল্ড। প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে ২৪ মে ওয়েম্বলিতে মুখোমুখি হবে সান্দারল্যান্ড বা কভেন্ট্রি সিটির।

যদি কোনো কারণে শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠতে না পারে, তাহলে হামজা চৌধুরীকে চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে, যদি না প্রিমিয়ার লিগের কোনো দল দলে ভেড়ায়। কারণ, মূল দল লেস্টার ও শেফিল্ড দুটিই তখন চ্যাম্পিয়নশিপে থাকবে। আর শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে ওঠে, সে ক্ষেত্রে সমীকরণ হয়ে উঠবে ভিন্ন।

সাধারণত, প্রিমিয়ার লিগে উঠলে দলগুলোর আয় বাড়ে, খরচের সুযোগও বাড়ে। লিগে টিকে থাকার জন্য নতুন খেলোয়াড় যুক্ত করে আগের চেয়ে শক্তিশালীও হওয়ার চেষ্টা করে। আবার ধারে থাকা খেলোয়াড়কে চুক্তি করানোর সুযোগ থাকলে ব্যতিক্রমভেদে সেটিও করা হয়ে থাকে। মোটের ওপর নির্ভর করে কোচ কেমন দল গড়তে চান।

মৌসুমের শুরুতে লেস্টারে ম্যাচ–টাইম না পাওয়া হামজা শেফিল্ডে যোগ দেওয়ার অন্যতম কারণ ছিল দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার। ২০২২–২৩ মৌসুমে লেস্টার হামজাকে যখন ধারে ওয়াটফোর্ডে পাঠায়, তখন সেই দলটির কোচ ছিলেন ওয়াইল্ডার। একই কোচ সুযোগ পেয়ে এ বছর হামজাকে নিয়ে এসেছেন শেফিল্ডে। জানুয়ারির শেষ সপ্তাহে শেফিল্ডে যোগ দেওয়ার পর থেকে তাঁকে নিয়মিত খেলাচ্ছেনও ওয়াইল্ডার।

চ্যাম্পিয়নশিপে মৌসুমের শেষ ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই খেলেছেন হামজা। ব্রিস্টলের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগেও ছিলেন পুরো ৯০ মিনিট। যা ইঙ্গিত দিচ্ছে, হামজার ওপর শেফিল্ড ইউনাইটেড কোচের আস্থা আছে যথেষ্টই। এখন দলটির প্রিমিয়ার লিগ–উত্তরণ নিশ্চিত হলে হামজারও সেখানে যাওয়ার আশা করতেই পারেন বাংলাদেশের সমর্থকেরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নশ প ফ ইন ল প রথম

এছাড়াও পড়ুন:

মাদ্রাসার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে

২০২৫ সালের মাদ্রাসার সংশোধিত ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি করা দেশের ০৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসার জন্য ২০২৫ সালের (১৪৩১-১৪৩২ বঙ্গাব্দ) ছুটির তালিকা ও শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির আংশিক সংশোধন করা হলো।

আরও পড়ুনক্যাডেট কলেজে আপনার সন্তানকে ভর্তি করতে চান?০৭ মে ২০২৫

*অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হবে ৩০ জুন ২০২৫। এ পরীক্ষা চলবে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত। এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এ বছরের ৩ আগস্ট।

*নির্বাচনী পরীক্ষা ১৬ অক্টোবর ২০২৫ শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে  ১০ নভেম্বর ২০২৫ তারিখে।

*এ বছরের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর ২০২৫ থেকে। পরীক্ষা শেষ হবে ১১ ডিসেম্বর ২০২৫। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫।
*শিক্ষাপঞ্জির সংশোধিত তালিকা দেখুন এখানে

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি সংস্থা নেবে ভ্যালু চেন স্পেশালিস্ট, বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা আবার পেছাল
  • আজ টিভিতে যা দেখবেন (১০ মে ২০২৫)
  • বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক
  • আজ টিভিতে যা দেখবেন (৯ মে ২০২৫)
  • টাইমের ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআর,বির তাহমিদ
  • শনিবার ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন’
  • টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আইসিডিডিআরবির ডা. তাহমিদ আহমেদ
  • মাদ্রাসার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে