ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন;
সরাসরি, সকাল ৯টা ৩০ মিনিট;
টি স্পোর্টস।
আবুধাবি টি-টেন
রয়াল চ্যাম্পস-ডেকান গ্ল্যাডিয়েটরস
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
টি স্পোর্টস।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
সরাসরি, সন্ধ্যা ৭টা;
টি স্পোর্টস।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল
এছাড়াও পড়ুন:
৬ দিনে অজয়-রাকুলের সিনেমা কত টাকা আয় করেছে?
পরিচালক আকিব আলী নির্মিত হিন্দি সিনেমা ‘দে দে পেয়ার দে’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন অজয় দেবগন, টাবু ও রাকুল প্রীত সিং। ২০১৯ সালের ১৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি।
দীর্ঘ ছয় বছর পর নির্মিত হয়েছে ‘দে দে পেয়ার দে টু’। আকিব আলীর পরিবর্তে দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অংশুল শর্মা। নির্মাতা বদলে গেলেও সিনেমাটিতে ৩৫ বছর বয়সি রাকুলের সঙ্গে ফের জুটি বেঁধেছেন ৫৬ বছর বয়সি অজয়। তবে সিনেমাটিতে নেই টাবু। গত ১৪ নভেম্বর বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘দে দে পেয়ার দে টু’। শুরুতে বক্স অফিসে যাত্রাটি ভালো হলেও সময়ের সঙ্গে তাতে ভাটা পড়েছে। চলুন জেনে নিই, ৬ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি।
আরো পড়ুন:
জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ!
প্রতারণার অভিযোগে যশের মায়ের মামলা
বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা ভারতে আয় করে ৯.৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৩.৭৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ১৫.২১ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৪.৭৭ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৪.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৩.৫ কোটি রুপি। ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬০.৮৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৩২ লাখ টাকা)।
স্যাকনিল্প এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা ভারতে আয় করেছে ৫২.৭৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ১৫.৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬৮.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ৯৪ লাখ টাকা)।
‘দে দে পেয়ার দে টু’ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেন—“সিনেমাটির দৈর্ঘ্য আমাকে অস্থির করে ফেলেছে।” পাঁচে আড়াই রেটিং দিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডের বিনীতা কুমার বলেন, “দে দে পেয়ার দে টু’ একটি মজাদার, হালকা রম-কম, যা হাস্যরস, পারিবারিক নাটকীয়তাকে একত্রিত করেছে। কাস্টিং কিছুটা অস্বস্তিকর হলেও সিনেমাটি নিরাশ করেনি।” পাঁচে ৩ রেটিং দিয়েছেন তিনি।
‘দে দে পেয়ার দে’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু দ্বিতীয় পার্টের গল্প। এতে ২৮ বছর বয়সি আয়েশার প্রেমে পড়বেন ৫২ বছর বয়সি আশীষ। এ দুটো চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং ও অজয় দেবগন।
সিনেমাটির দ্বিতীয় পার্টের বিভিন্ন চরিত্রে দেখা যাবে—আর মাধবন, জাভেদ জাফেরি, ইশিতা দত্ত, সঞ্জীব শেঠ প্রমুখ। প্রথম পার্ট নির্মাণে ব্যয় হয়েছিল ৭৮ কোটি রুপি, আর দ্বিতীয় পার্টে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। এটি প্রযোজনা করেছেন লাভ রঞ্জন, অঙ্কুর গার্গ, ভুষণ কুমার, কৃষ্ণ কুমার।
ঢাকা/শান্ত