ছুটির দিন ছিল বলে ১৬ নভেম্বর আমরা বেলেম ঘুরতে গিয়েছিলাম। জাদুঘর বা সংগ্রহশালার জন্য বেলেম প্রসিদ্ধ নয়। অনেকেই প্রেসেপিও দুর্গ ঘুরতে যান। গুয়ামা নদী ও প্যারানা গুয়াকোর তীরে ১৬১৬ সালে এই পর্তুগিজ স্থাপনা গড়ে তোলা হয়। টুপিনাম্বা বিদ্রোহে এই দুর্গ ক্ষতিগ্রস্ত হলেও পর্তুগিজ ঔপনিবেশিকতা ক্রমেই বন্দী করে আমাজন।

‘মিউজিয়াম অব আর্ট অব বেলেম’, ন্যাশনাল মিউজিয়াম কিংবা ‘মিউজো দ্যস আমাজোনিয়াসে’ কপে আসা দর্শনার্থীদের ভিড় দেখা গেল।

জলবায়ু সম্মেলন উপলক্ষে বেলেমের ফেডারেল বিশ্ববিদ্যালয়ে আমাজন বন সুরক্ষার আকুতি নিয়ে ‘টেরা ইনকগনিটা’ শিরোনামে চলছে ৬০ শিল্পীর প্রদর্শনী। প্রদর্শনী শেষ করে প্রাচীন কিছু গির্জা দেখে আমরা গেলাম ‘জুওবোটানিক্যাল গার্ডেনে’। ১৮৬৬ সালে শুরু হওয়া আমাজন অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস ও এথনোগ্রাফির প্রথম উদ্যান এটি। গাছগাছালি, অ্যানাকোন্ডা, আর্মাডিল্লো, জাগুয়ার, কচ্ছপ, মাছ, পাখি, আমাজন লিলি নিয়ে এক টুকরা ছোট্ট আমাজন বনের নমুনা এই উদ্যান।

নদীতীরের কাদায় ও উদ্যানের গাছে উরুবাস বা কালো শকুনের ঝাঁক দেখা গেল। ময়লা-আবর্জনা খেয়ে এরা বেলেম শহর পরিচ্ছন্ন রাখে। প্রাণিসম্পদের জন্য ডাইক্লোফেনাক ব্যবহার করে বাংলাদেশে শকুন হত্যা করা হয়েছে। যদিও পরে সেসব নিষিদ্ধ করে সরকার। বন্য প্রাণীদের সরিয়ে রেখে এনডিসি, অভিযোজন, রূপান্তর বা অর্থায়নের প্রসঙ্গটি অন্তর্ভুক্তিমূলক হবে না। কাউকেই জলবায়ু দেনদরবার মঞ্চের বাইরে রাখা যাবে না, সবার জন্য দরজা খোলা রাখতে হবে।

গাছগাছালি, অ্যানাকোন্ডা, আর্মাডিল্লো, জাগুয়ার, কচ্ছপ, মাছ, পাখি, আমাজন লিলি নিয়ে এক টুকরা ছোট্ট আমাজন বনের নমুনা এই উদ্যান।আসাইয়ে ফলের বিউপনিবেশিক শক্তিসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ৩০ নভেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন (কপ-২৮) চলবে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য উদ য ন জলব য়

এছাড়াও পড়ুন:

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ‘‘উত্তরের হিমেল বায়ু আজ থেকে আবারো কিছুটা সক্রিয় হচ্ছে। ফলে দিনাজপুরসহ আশপাশের জেলায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’’

দেশের কয়েকটি জেলার আজকের সর্বনিম্ন তাপমাত্রা- দিনাজপুর ১৫.৬, রংপুর ১৭.৭, সৈয়দপুর ১৭.২, রাজারহাট (কুড়িগ্রাম) ১৬.০, ডিমলা (নীলফামারী) ১৬.০, বদলগাছি (নওগাঁ) ১৬.৬, রাজশাহী ১৫.২, বগুড়া ১৭.৬, চুয়াডাঙ্গা ১৫.৩, কুষ্টিয়া ১৬.৫ ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ