বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধধর্মীয় নেতারা ও বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

সাক্ষাতের সময় ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় তিনি বলেন, ‘এ বছরের বুদ্ধপূর্ণিমা এমন এক সময়ে এসেছে, যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি প্রাসঙ্গিক।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘এই শুভ দিনে আমি প্রার্থনা করি, মানবজাতির পথচলা হোক বোঝাপড়া, সহমর্মিতা ও আনন্দে উদ্ভাসিত।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের জামালখানে ডোমিনোজ পিৎজার ৪০তম রেস্টুরেন্ট

বন্দরনগরী চট্টগ্রামের জামালখান এলাকায় উদ্বোধন করা হয়েছে ডোমিনোজ পিৎজার ৪০তম রেস্টুরেন্ট। গত মঙ্গলবার (৬ মে) এক উৎসবমুখর পরিবেশে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে যেকোনো রেগুলার সাইজের ক্ল্যাসিক ও সিগনেচার রেঞ্জের পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ টাকায়। সীমিত পরিসরে অফারটি চলবে ১৫ মে ২০২৫ পর্যন্ত। এছাড়াও উদ্বোধন উপলক্ষে দুটি এক্সক্লুসিভ কম্বো ডিল চালু করা হয়েছে, যা পাওয়া যাবে ২০ মে পর্যন্ত।

ডোমিনোজ পিৎজা সবার কাছে পরিচিত বিশেষভাবে পিৎজার মান, স্বাদ এবং দ্রুত সার্ভিসের জন্য। এখন থেকে জামাল খান ও আশপাশের এলাকার পিৎজাপ্রেশীরাও ডোমিনোজের জনপ্রিয় সব পিৎজাসহ ক্লাসিক গার্লিক ব্রেড, ক্রিমি অরিগ্যানো রাইস এবং নতুন ‘চিজভার্স’ রেঞ্জের চিজে ভরপুর ১৪টি পিৎজা উপভোগ করতে পারবেন। এছাড়াও ডেজার্ট হিসেবে রয়েছে দারুণ স্বাদের চকোলাভা ডিলাইট।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেশন্স অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, চট্টগ্রামের জামালখানে ডোমিনোজ পিৎজা’র নতুন আউটলেট নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ৪০তম রেস্টুরেন্ট, যা আমাদের বিস্তৃতির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। আমরা ৩৫টিরও বেশি নন-ভেজ আইটেম পরিবেশন করি, যার মধ্যে টেক্সাস বারবিকিউ চিকেন পিৎজা, চিকেন ডমিনেটর পিৎজা, চিকেন ও বিফ স্টাফড গার্লিক ব্রেড, চিকেন উইংস রয়েছে।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন বলেন, প্রতিটি নতুন রেস্টুরেন্টের মাধ্যমে আমরা ফুড এক্সপেরিয়েন্স আরও সমৃদ্ধ করতে চাই, ৩০ মিনিটের মধ্যে হট অ্যান্ড ফ্রেশ পিৎজা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখতে চাই।

তিনি আরও বলেন, জামালখান আউটলেট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ডাইন-ইন ও টেকওয়ে সার্ভিস দেবে এবং রাত ১টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা চালু রাখবে, যেন গ্রাহকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।

নতুন এই ব্রাঞ্চে বসে খাওয়ার সুযোগ তো থাকছেই। সঙ্গে থাকছে ৩০ মিনিটে হোম ডেলিভারির সুবিধা। ডোমিনোজ পিৎজা পাওয়া যাবে জামাল খানের আশপাশের এলাকা— আন্দরকিল্লা, কাজীর দেউরি, মেহেদিবাগ, লালখান বাজার ও চন্দনপুরাতে।

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ অ্যাপ ডাউনলোড করা যাবে। এছাড়াও m.dominos.com.bd ওয়েবসাইটে অথবা ১৬৬৫৬ নম্বরে কল করেও অর্ডার করা যাবে।

ডোমিনোজ পিৎজা এখন বাংলাদেশের ছয়টি প্রধান শহর—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জের মোট ৪০টি রেস্টুরেন্ট পরিচালনা করছে। ডোমিনোজ পিৎজার যাত্রা শুরু হয় ১৯৬০ সালে আমেরিকার মিশিগান স্টেটের সিলান্টি শহরে। এটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ

  • ভালো বইয়ের সুবাস পাঠকের হৃদয়ে বহু বছর থেকে যায়: ইফতেখারুল ইসলাম
  • সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন থাকবে না
  • ঈদুল আজহা: ১১ ও ১২ জুন বন্ধ থাকবে ফাইন্যান্স কোম্পানি
  • তুলনামূলক শান্ত একটি রাত কাটালেন ইউক্রেনের বাসিন্দারা
  • চট্টগ্রামের জামালখানে ডোমিনোজ পিৎজার ৪০তম রেস্টুরেন্ট
  • ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
  • বুদ্ধুপূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
  • বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় বিশেষ নিরাপত্তা
  • চির নতুনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ