পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার-ট্রেইলারচালক ও শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তাঁরা। নগরের পাহাড়তলী থানায় ইউনিয়নের সভাপতি ও দুই শ্রমিককে মারধরের অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার–ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা  প্রাইম মুভার-ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এর প্রতিবাদে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। সেখান থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

ইউনিয়নের সহসভাপতি হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার অলংকার পুলিশ বক্সে এক চালকের লাইসেন্স জব্দ করলে সেখানে ইউনিয়নের সভাপতি যান। পুলিশ তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে দুই শ্রমিকসহ তাঁকে থানায় নিয়ে মারধরও করা হয়। আজকের মধ্যে এর সমাধান না হলে আমাদের কর্মবিরতি চলবে।’

শ্রমিকদের অভিযোগের প্রসঙ্গে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, প্রাইম মুভার ও ট্রেইলার চট্টগ্রাম বন্দর থেকে ডিপোসহ বিভিন্ন স্থানে কনটেইনার ও পণ্য পরিবহন করে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে কনটেইনার ওঠানো–নামানো ব্যাহত হয়েছে বলে জানা গেছে। কনটেইনার ডিপোগুলোতেও পণ্য পরিবহন বন্ধ বলে জানান মালিকেরা।

জানতে চাইলে বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের প্রভাবে ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। আবার বন্দর থেকে ডিপোতে কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।

কাস্টম হাউসে কলমবিরতি

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা—এই দুই ভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। মধ্যরাতে জারি করা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করছেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি–সংক্রান্ত কার্যক্রম এ কলমবিরতি কর্মসূচির বাইরে বলে জানা গেছে। কলমবিরতির কারণে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউস চট্টগ্রামে আজ সকাল ১০টা থেকে আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বেলা ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করেছেন কর্মকর্তারা। এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ ছিল। দেশের সবচেয়ে বড় এই কাস্টম হাউসে প্রতিদিন গড়ে পাঁচ হাজার আমদানি চালান খালাস হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ইউন য ন পর বহন ম রধর

এছাড়াও পড়ুন:

বেনাপোল বন্দরে কলমবিরতি, ভারত থেকে ঢোকার অপেক্ষায় ৪৫০ ট্রাক

যশোরের বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কলমবিরতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ আছে। এতে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় আছে ৪৫০টি ট্রাক।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে কলমবিরতির দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবারও যশোরের বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের কার্যক্রম চলছে না। সকাল ৯টা থেকে কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই নিজেদের কার্যালয়ে বসেননি। ফলে আমদানি-রপ্তানি ও পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। আজ বেলা ৩টার পর বিরতি শেষে কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গতকাল বুধবার প্রথম দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কলমবিরতি চললেও আজ আরও দুই ঘণ্টা বাড়িয়ে বেলা ৩টা পর্যন্ত করা হয়েছে। ফলে দুই দিন ধরে বন্দরটির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। আজ সকাল ৯টার দিকে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কোনো কাজ করতে দেখা যায়নি। তাঁরা আমদানি-রপ্তানির কোনো ফাইলে সই করেননি। সেই সঙ্গে পণ্যের চালান মূল্যায়ন (অ্যাসেসমেন্ট), পরীক্ষণ ও কার পাস বন্ধ আছে। এসব কারণে বন্দরের ভেতরে পণ্য ওঠানো-নামানোরও কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। এতে ওপারে ভারতে পণ্যবাহী যানবাহনের জট বাঁধতে শুরু করেছে।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ৪০০-৪৫০টি ট্রাকে পণ্য আমদানি হয়। কর্মদিবসের ছয় ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকলে তো পণ্যের জট বাঁধবেই। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে বর্তমানে বিভিন্ন ধরনের পণ্যবোঝাই ৪৫০টির বেশি ট্রাক দাঁড়িয়ে আছে। বেলা ৩টার পর কাজ শুরু হলে আজ হয়তো একটু বেশি রাত পর্যন্ত কার পাস চালু রাখার বিষয়ে কাস্টমস কর্মকর্তাদের অনুরোধ করব। তাতে আমরা হয়তো পণ্যের জট কমিয়ে আনতে পারব।’

একই কথা জানান বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, যাতে পণ্যের কোনো জট না থাকে, সেই পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে তিন দিন কলমবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন। তিন দিনের এ কলমবিরতি শুরু হয়েছে গতকাল থেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • কলমবিরতিতে সারা দেশে আমদানি কার্যক্রম বিঘ্নিত
  • বেনাপোল বন্দরে কলমবিরতি, ভারত থেকে ঢোকার অপেক্ষায় ৪৫০ ট্রাক
  • এনবিআর বিলুপ্তির প্রতিবাদে দ্বিতীয় দিনের কলমবিরতি কর্মসূচি চলছে
  • এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলমবিরতি কর্মসূচি চলছে
  • তিন দিন কলমবিরতি পালনের ঘোষণা দিলেন কর্মকর্তা-কর্মচারীরা