পাবনার আটঘরিয়া উপজেলা কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। 

শুক্রবার (১৬ মে) বিকেলে আটঘরিয়ার দেবোত্তর বাজারে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলটির উপজেলা সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বক্তব্য রাখেন। 

আরো পড়ুন: পাবনায় জামায়াতের অফিসে আগুন, পোড়া কোরআন নিয়ে বিক্ষোভ

আরো পড়ুন:

নজরুল ইসলাম খানের প্রশ্ন
কোন যুক্তিতে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত?

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ২৩ মোটরসাইকেল ভাঙচুর

মনোয়ার হোসেন আলম অভিযোগ করে জানান, বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জামায়াত-শিবির তাদের অফিসে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে ও মারধর করে আহত করে। তারা বিএনপির অফিস ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করেছে।

তিনি অভিযোগ করে জানান, জামায়াত-শিবির নিজেরাই পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

আরো পড়ুন: পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ২৩ মোটরসাইকেল ভাঙচুর 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, যুগ্ম-আহ্বায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপি সভাপতি আজহার উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ মে) আটঘরিয়া উপজেলা বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় দলের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দল দুইটির কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন ত কর ম আটঘর য় স ঘর ষ ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

গাংনীতে ককটেল ফাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ