আজ রোববারও কলমবিরতি কর্মসূচি পালন করবেন শুল্ক–কর কর্মকর্তা–কর্মচারীরা
Published: 17th, May 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে কলমবিরতি কর্মসূচি আরও এক দিন বাড়ানো হয়েছে। আগামীকাল রোববারও সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করবে শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা।
ক্যাডার ও নন–ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা নতুন কর্মসূচি দেন। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের অতিরিক্ত কমিশনার মো.
এর আগে গত বুধবার, বৃহস্পতিবার ও আজ শনিবার সারা দেশের শুল্ক, ভ্যাট, কর কার্যালয়ে কলমবিরতি কর্মসূচি পালন করা হয়।
গত সোমবার রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গত মঙ্গলবার তিন দিনের কলমবিরতি কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। আজ কর্মসূচি আরও একটি বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোয় কলমবিরতির সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি—এ তিন ধরনের কার্যক্রম চালু থাকবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর মকর ত
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বুধবার (২ জুলাই) উপজেলার মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। অপরজন চালক নাঈম আহমদ জয়। তিনি সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসের ইনচার্জ (ওসি) পরিমল দেব বলেন, ‘‘মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। এর মধ্যে, দুজনের মৃত্যু হয়েছে। বাকিরা আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
বোদায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাধবপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে মডেল বাজারে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা/মামুন/রাজীব